সাকিব-বাবর আজমদের নিয়ে এবার বেশ শক্তিশালী রংপুর রাইডার্স

- Update Time : ০৬:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ২৪৯ Time View
পুরনো স্কোয়াড থেকে রংপুর রাইডার্স দেশি ক্রিকেটার ধরে রেখেছিলো তিনজনকে। নুরুল হাসান সোহান, স্পিন অলরাউন্ডার শেখ মাহদি এবং পেসার হাসান মাহমুদ। বিদেশী ক্রিকেটারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান এবং আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে।’
তবে বিপিএল ড্রাফটের আগেই রংপুরের ফ্রাঞ্চাইজিটি বাজিমাত করেছে আরও কয়েকজন দেশি-বিদেশি ক্রিকেটারদের দলভূক্ত করে। সবার আগে তারা দলে নিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার, গত আসরে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসানকে।
চমকের এখানেই শেষ রাখেনি রংপুর রাইডার্স। প্লেয়ার ড্রাফটের আগেই বেশ কয়েকজন বিশ্বসেরা ক্রিকেটারকে দলে নিয়ে চমক তৈরি করেছে তারা। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে চুক্তি করেছে রংপুর। সঙ্গে পাকিস্তানি পেসার ইনসাউল্লাহ, শ্রীলঙ্কান ‘বেবি মালিঙ্গা’ খ্যাত পেসার মাথিসা পাথিরানা, লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্রেন্ডন কিংকে দলভূক্ত করে নিয়েছে তারা।
সবার চোখ ছিল, প্লেয়ার ড্রাফট থেকে রংপুর রাইডার্স কাকে কাকে দলে নেয়। আর কী কী চমক বাকি রেখেছে তারা? শেষে দেখা গেলো, রংপুর রাইডার্স প্লেয়ার ড্রাফট থেকে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে দলে নিয়েছে। বিদেশি তেমন উল্লেখযোগ্য নাম সেখানে নেই। দেশিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, আবু হায়দার রনি প্রমুখ।
প্লেয়ার্স ড্রাফটের আগে-পরে মিলিয়ে রংপুর রাইডার্সের স্কোয়াড দাঁড়ালো এমন-
নুরুল হাসান সোহান, শেখ মাহদি ও হাসান মাহমুদ, নিকোলাস পুরান ও আজমতউল্লাহ ওমরজাই (রিটেইন), সাকিব আল হাসান, বাবর আজম, ইনসানউল্লাহ (পাকিস্তান), মাথিসা পাতিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), ব্রেন্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ)- ড্রাফটের আগে।
রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মন্ডল, হাসান মুরাদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান, মাইকেল রিপন (নিউজিল্যান্ড, বোলার), ইয়াসির মোহাম্মদ (আমেরিকা, অলরাউন্ডার)- এদেরকে নেয়া হয়েছে ড্রাফট থেকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়