সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিবে বিসিবি: ক্রীড়া উপদেষ্টা
- Update Time : ০৩:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ২৫ Time View
বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানের ক্যারিয়ার কি শেষ, নাকি বাকি আছে? এটা এখন কোটি টাকার প্রশ্ন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়া সাকিব মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা পোষণ করলেও খেলতে পারেননি। ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা বলেছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে গত ওয়ানডে সিরিজটা খেলেননি সাকিব।
শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব ইস্যুতে আসিফ বলেন, দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। আমি আমার পরামর্শ দিয়েছি, সবশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। আমি আমার পরামর্শ দিয়েছি, সবশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরী হয়েছিল। আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ডকে, সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন। সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেয়ার থাকে ওই সময়ের প্রেক্ষিতে সেটা আমি দিব।
ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। তাই এই সিরিজেও সাকিবের দলে থাকা নিয়ে শঙ্কা রয়েছে। এমন আলোচনা-গুঞ্জন কয়েক দিন ধরেই চলছে।
উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ নর্থ সাউন্ডে। দ্বিতীয় টেস্ট কিংস্টনে, শুরু ৩০ নভেম্বর। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে মুখোমুখি হবে।
নওরোজ/এসএইচ