সাকিবকে ডিঙিয়ে টি-টোয়েন্টিতে এগিয়ে মুস্তাফিজ
- Update Time : ০৭:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ২৩৫ Time View
নিউজিল্যান্ডে বাংলাদেশের সফরটা কেটেছে দুর্দান্ত। তাসমান সাগরপাড়ের দেশে পেসাররাও মেলে ধরেছেন নিজেদের। ঝড় তুলেছেন পিচে।
বিশেষত, মুস্তাফিজুর রহমান ফিরেছেন ছন্দে। তারই প্রতিফলন দেখা গিয়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে আজ বুধবার (৩ জানুয়ারি) দেখা গেছে, টি-টোয়েন্টি বোলারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়েছেন মুস্তাফিজুর রহমান।
ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে মুস্তাফিজুর রহমানের বর্তমান অবস্থান ২২তম। ২৭ থেকে এগিয়ে আসা মুস্তাফিজের রেটিং পয়েন্ট ৬০৫। এই পেসারের জায়গায় আগে ছিলেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তিনি। ফলে, পিছিয়েছেন র্যাঙ্কিংয়ে। ছয় ধাপ পিছিয়ে সাকিব আছেন ২৮ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫৮০।
র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম। বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে দারুণ করেছেন তিনি। তিন ম্যাচে ছয় উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। র্যাঙ্কিংয়েও তাই হয়েছে উন্নতি। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ধাপ এগিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল। ৪৬২ রেটিং পয়েন্ট নিয়ে শরিফুল উঠে এসেছেন ৫৬ নম্বর অবস্থানে।
এ ছাড়া, টি-টোয়েন্টি ব্যাটিং ও অলরাউন্ডারের তালিকায় আসেনি তেমন কোনো পরিবর্তন। ব্যাটিংয়ে ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন ভারতের সুর্যকুমার যাদব। অলরাউন্ডারদের মধ্যে ২৫৬ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে সাকিব।