সাউদার্ন ইউনিভার্সিটিতে উপাচার্য’র সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

- Update Time : ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ৫৭ Time View
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র উদ্যোগে উপাচার্য মহোদয়ের সাথে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মতবিনিময় সভা স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ, আরেফিন নগরের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মূলত শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, সুযোগ সুবিধা বৃদ্ধি ও সমস্যা সম্পর্কে অবহিত হয়ে করণীয় ঠিক করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গত ৩০ মে, মঙ্গলবার থেকে এ মতবিনিময় সভা শুরু হয় এবং সর্বশেষ আজ দুটি বিভাগের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের মধ্যে দিয়ে এ কর্মসূচি শেষ হয়।
আজ সোমবার বেলা সাড়ে ১২টায় ও বিকেল তিনটায় উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো আবুল মনসুর চৌধুরী, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান, আইকিউসি’র পরিচালক অধ্যাপক ড. শওকতুল মেহের, অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ এবং অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী।