সাউথ পয়েন্ট স্কুলে ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

- Update Time : ০২:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ১২৫ Time View
রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগে শনিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও এন জি চেজ ক্লাবের আয়োজনে ৪র্থ আন্তর্জাতিক ফিদে রেটিং র্যাপিড দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সাউথ পয়েন্ট স্কুলের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী বাংলাদেশের ওমেন ক্যান্ডিডেট মাস্টার ওয়ার্শিয়া খুশবু ৬.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
প্রতিযোগিতায় রানার আপ ও ৩য় স্হান অর্জন করে যথাক্রমে মোঃ মুতাকাব্বির ও অভিক সরকার। সিনিয়র দাবারুদের সাথে সেরা দশে স্হান অর্জন করতে সক্ষম হয় সাউথ পয়েন্ট স্কুলের খুদে দাবারু রাইয়ান রশিদ মুগ্ধ ও নীলাভা চৌধুরী। বিশেষ ক্যাটাগরীতে
সাউথ পয়েন্টর সেরা তিন দাবারু মনোনীত হয় ১ম সাফায়ত কিবরিয়া আযান, ২য় মুহতাদি তাজওয়ার নাশীদ ও ৩য় রিয়াজুল আহনাফ মোহাম্মদ আবরার।
শনিবার বিকাল ৩ টায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের ন্যাশনাল কারিকুলামের উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস উক্ত আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় তাঁর সাথে উপস্হিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের স্পোর্টস কোঅর্ডিনেটর শওকত সিদ্দিকী, বাংলাদেশ দাবা ফেডারেশনের বিচারক মোঃ তারিকুল ইসলাম ও সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা জি এম ইকবাল।
শনিবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা।
এ সময় আরও উপস্হিত ছিলেন দাবা ফেডারেশনের কার্যকরী সদস্য রাহাত হোসেন ও দাবা সংগঠক রেদওয়ান কবীর রবীন।
১৫০ জন দাবারু ৭ রাউন্ডের উক্ত দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়