সাউথ পয়েন্টে স্কুলে কারাতে বেল্ট বিতরণ
- Update Time : ১২:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ৫৩ Time View
রাজধানীর মালিবাগে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজে সিতোরিউ কারাতে পরীক্ষা শেষে বিভিন্ন গ্রেডের নানান রং এর বেল্ট বিতরণ করা হয়। শনিবার (৫ অক্টোবর) সকালে খুদে কারাতে খেলোয়াড়দের মাঝে সিতোরিউ বেল্ট বিতরণ করা হয়।
সিতোরিউ কারাতে বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেল্ট প্রদান করেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.), ন্যাশনাল কারিকুলামের উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস, ইংরেজি মাধ্যমের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শামিম আরা রহমান মুন, দিবা শাখার সিনিয়র সেকশনের কো-অর্ডিনেটর গুলে জান্নাত, কারাতে কোচ জান্নাতুল নাইম শোভন ও সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের অফিসিয়ালবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম বলেন, সাউথ পয়েন্ট স্কুলের ক্ষুদে কারাতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ উদ্দীপনা আমাকে বিমোহিত করেছে। শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান ও লেখাপড়ার পাশাপাশি আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট তথা কারাতে প্রশিক্ষণ চালিয়ে যেতে তরুণ কারাতে শিক্ষার্থীদের উৎসাহ দেন ও তাদের প্রশিক্ষণ নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য অভিভাবকমন্ডলীকে আহ্ববান জানান।
তিনি আরো বলেন, কারাতের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের আশ্বাস দেন এবং প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যেতে স্পোর্টস কো-অর্ডিটরকেও নির্দেশ দেন।
উল্লেখ্য, বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ জনাব মোজাম্মেল হক মিলন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের চিফ কোচের দায়িত্ব পালন করে আসছেন, পাশাপাশি সহকারী কোচের দায়িত্ব পালন করছেন জনাব আরিফ আহমেদ।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়