ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাইবার সিকিউরিটি আইন নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৩:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৯ Time View

বিগত সরকারের আমলে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিল জানিয়ে আইন এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করা হবে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর এনজিওবিষয়ক ব্যুরোতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, সাইবার সিকিউরিটি আইন একেবারে বাদ দেয়া যাবে না। স্পিচ অফেন্স বাদ দেবো কিন্তু কম্পিউটার অফেন্সিভ কাজ বাদ দেয়া যাবে না। কোনো কম্পিউটার হ্যাক করে কারোর মানহানি করলে এটা বাদ দেয়া যায় না। সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার। বিগত স্বৈরাচার সরকার গণবিরোধী যে আইন করেছে তা বাদ দেয়া হবে।

আওয়ামী সরকারের সমালোচনা করে এই উপদেষ্টা বলেন, স্বৈরাচার এরশাদ নয় বছরে ৩১ জন মানুষকে হত্যা করেছিল এটা আমরা সমর্থন করি না। স্বৈরাচার হাসিনা খুনি সরকার মাত্র দুই সপ্তাহে এক হাজার মানুষকে হত্যা করেছে।

তিনি বলেন, নিপীড়নের বড় হাতিয়ার তথ্য গোপন করা। শাসন, আইন, বিচার বিভাগ ঠিক না করে কোনো আইনের প্রয়োগ করা সম্ভব নয়। সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে গণতন্ত্র, ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতার কথা।

মতবিনিময় সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম, এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক মো. আনোয়ার হোসেন, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

সাইবার সিকিউরিটি আইন নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল

নওরোজ ডেস্ক
Update Time : ০৩:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

বিগত সরকারের আমলে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিল জানিয়ে আইন এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করা হবে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর এনজিওবিষয়ক ব্যুরোতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, সাইবার সিকিউরিটি আইন একেবারে বাদ দেয়া যাবে না। স্পিচ অফেন্স বাদ দেবো কিন্তু কম্পিউটার অফেন্সিভ কাজ বাদ দেয়া যাবে না। কোনো কম্পিউটার হ্যাক করে কারোর মানহানি করলে এটা বাদ দেয়া যায় না। সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার। বিগত স্বৈরাচার সরকার গণবিরোধী যে আইন করেছে তা বাদ দেয়া হবে।

আওয়ামী সরকারের সমালোচনা করে এই উপদেষ্টা বলেন, স্বৈরাচার এরশাদ নয় বছরে ৩১ জন মানুষকে হত্যা করেছিল এটা আমরা সমর্থন করি না। স্বৈরাচার হাসিনা খুনি সরকার মাত্র দুই সপ্তাহে এক হাজার মানুষকে হত্যা করেছে।

তিনি বলেন, নিপীড়নের বড় হাতিয়ার তথ্য গোপন করা। শাসন, আইন, বিচার বিভাগ ঠিক না করে কোনো আইনের প্রয়োগ করা সম্ভব নয়। সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে গণতন্ত্র, ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতার কথা।

মতবিনিময় সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম, এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক মো. আনোয়ার হোসেন, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নওরোজ/এসএইচ