ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
  • Update Time : ১২:৫৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ২৭৮ Time View

বাগেরহাটে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার ৬ অক্টোবর বিকাল ৪টায় নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে পলাশ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বলেন, একজন পেশাদার সাংবাদিককে দিনের আলোয় এভাবে নৃশংসভাবে হত্যা সাংবাদিক সমাজের জন্য চরম অশনি সংকেত। তারা বলেন, “সাংবাদিক হায়াত উদ্দিনের রক্ত বৃথা যেতে পারে না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”

জাতীয় দৈনিক ভোরের চেতনা-এর জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন বলেন, “আমাদের সহকর্মী হায়াত উদ্দিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা শুধু একটি হত্যাকাণ্ড নয়—এটি সাংবাদিক সমাজের ওপর বর্বর আঘাত। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করেন। অথচ বারবার তারা হামলা, মামলা ও হত্যার শিকার হচ্ছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের সুরক্ষায় একটি পৃথক “সাংবাদিক সুরক্ষা আইন” দ্রুত পাস করার জন্য সরকারকে আহ্বান জানান তারা।

মানববন্ধনে পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা হায়াত উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
Update Time : ১২:৫৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

বাগেরহাটে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার ৬ অক্টোবর বিকাল ৪টায় নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে পলাশ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বলেন, একজন পেশাদার সাংবাদিককে দিনের আলোয় এভাবে নৃশংসভাবে হত্যা সাংবাদিক সমাজের জন্য চরম অশনি সংকেত। তারা বলেন, “সাংবাদিক হায়াত উদ্দিনের রক্ত বৃথা যেতে পারে না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”

জাতীয় দৈনিক ভোরের চেতনা-এর জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন বলেন, “আমাদের সহকর্মী হায়াত উদ্দিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা শুধু একটি হত্যাকাণ্ড নয়—এটি সাংবাদিক সমাজের ওপর বর্বর আঘাত। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করেন। অথচ বারবার তারা হামলা, মামলা ও হত্যার শিকার হচ্ছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের সুরক্ষায় একটি পৃথক “সাংবাদিক সুরক্ষা আইন” দ্রুত পাস করার জন্য সরকারকে আহ্বান জানান তারা।

মানববন্ধনে পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা হায়াত উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।