সাংবাদিক তুহিন হত্যা: গ্রেপ্তার ৭ আসামি দুই দিনের রিমান্ডে

- Update Time : ০৫:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৩১ Time View
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাত আসামির প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৯ আগস্ট) বিকেলে গাজীপুর অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলমগীর আল মামুন তাদের রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকেলে সাত আসামিকে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্তের পর গাজীপুর মহানগর পুলিশ ছয়জনকে এবং র্যাব একজনকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।