সরাইলে নাস্তিক ব্লগার আসাদ নূরকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

- Update Time : ০১:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ৫০৬ Time View
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কুখ্যাত নাস্তিক ব্লগার আসাদ নূরকে পুণরায় গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তি এবং হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ ই আগস্ট) বিকালে উপজেলার শাহবাজপুরে আলোর প্রত্যাশায় শাহবাজপুর সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শাহ্বাজপুর দ্বিতীয় গেইট থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে শাহবাজপুর প্রথম গেইট হয়ে আবার দ্বিতীয় গেইটে এসে শেষ হয়। পরে ওখানে বিক্ষোভকারীরা মিলিত হয়ে সমাবেশ করে।
সৈয়দ জুসেকের নেতৃত্বে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন, মাওলানা শাহ আঃ কুদ্দুস, মাওলানা পীর আঃ কুদ্দুস, মাওলানা ইয়াকুব, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মাহমুদ, মাওলানা সিফাত জামীল, সুহাগ, রুবেল মির্জা, আফসার খান জিহাদী, নাজমুল হাসান বাশারী,মজনু, রৌনাক খান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, আসাদ নূর ডাস্টবিনের কীট। সেই আসাদ নূর আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করেছে। আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী,শাহবাজপুরবাসী এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইন্টারপোল পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের প্রত্যেক মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা তার ফাঁসি চায়।
আরও পড়ুন>>> নাস্তিক আসাদ নূরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : দুধরচকী
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়