সরাইলে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

- Update Time : ০৭:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / ৯৫ Time View
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দূর্নীতি দমন কমিশন থেকে প্রাপ্ত উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি থেকে গৃহিত শিক্ষা সামগ্রী বিদ্যালয়ের ৪৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরজু। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ইতি বেগম, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ।
বক্তব্য রাখেন সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ বদর উদ্দিন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানসহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী। এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়া কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়