সরাইলে গণমাধ্যমকর্মীদের সাথে ডাঃ আশীষ কুমার চক্রবর্তীর মতবিনিময়

- Update Time : ০৬:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / ২৬০ Time View
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সাথে ডাঃ আশীষ কুমার চক্রবর্তীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা সদরের ডাঃ আশীষ কুমার চক্রবর্তীর নিজ বাড়ীতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সাংবাদিক নারায়ন চক্রবর্তী’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও সরাইল সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও সরাইল সদরের সন্তান ডা: আশীষ কুমার চক্রবর্তী।
তিনি তার বক্তব্যে বলেন, আমি আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমি একটি আধুনিক ও স্মার্ট সরাইল গড়তে চাই।
আমি ব্রাহ্মণবাড়িয়া-২ কে নিয়ে স্বপ্ন দেখি। আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আমাকে আওয়ামী লীগের উপ কমিটিতে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কমিটির সদস্য পদ দিয়েছেন।
তিনি যদি আমাকে নৌকা প্রতীক দেন এবং এ সুযোগটি পাই তাহলে আমি আপনাদের সবাইকে নিয়ে সরাইল – আশুগঞ্জ আসনকে আমি উন্নত ও আধুনিক মানের এলাকার হিসেবে গড়ব।
ঢাকা থেকে আসার পথে ভৈরব বীজ পার হলেই যাতে মানুষেরা বুঝতে পারেন যে এই সেই আধুনিক সরাইলে প্রবেশ করছি,এছাড়াও তিনি উপজেলার সকল সাংবাদিকদের জন্য একটি কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাপ্তাহিক পরগণার সম্পাদক এস, কে ইউসুফ, তিতাস বার্তার সম্পাদক সঞ্জীব দেবনাথ, সাংবাদিক আব্দুল আওয়াল, আবেদুর আর শাহীন,সরাইল সাংবাদিক পরিষদের সভাপতি মীর মোহাম্মদ আলী,সাংবাদিক মোঃ আলমগীর মিয়া,আব্দুল মমিন প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সংগঠনের প্রায় পঞ্চাশজন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ১৫ আগস্ট ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও সরাইল সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও সরাইল সদরের সন্তান ডা. আশীষ কুমার চক্রবর্তীর উদ্যোগে সরাইলের জনসাধারণের জন্য ফ্রি স্পেশালাইজড মেডিকেল ক্যাম্প এবং সরাইলের অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর মাঝে বস্ত্র বিতরণ (শুধুমাত্র টোকেন প্রদর্শণ সাপেক্ষে) অনুষ্ঠিত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়