সরাইলে একাধিক মামলার আসামি গ্রেফতার
- Update Time : ০৪:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / ২৭৭ Time View
আব্দুল মমিন, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একাধিক মামলার আসামি মোঃ বরকত উল্লাহ (৩৯) কে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ।
বৃহস্পতিবার (১১ মে ) দুপুর ১টার দিকে উপজেলা অরুয়াইল বাজার হইতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ বরকত উল্লাহ জেলার সরাইল উপজেলা ধামাউড়া গ্রামের মোঃ জাবেদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনের সার্বিক দিক নির্দেশনায় চলমান মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করাকালে সরাইল থানার এএসআই (নিঃ) আব্দুল মোতালেব সঙ্গীয় ফোর্সসহ আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার অরুয়াইল বাজার হইতে সরাইল থানার সিআর মামলা নং-৯৭৯/২২, তারিখ- ২৯ এপ্রিল, ২০২৩ ধারা- ৩ যৌতুক নিরোধ আইন ২০১৮ এর মামলায় গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী মোঃ বরকত উল্লাহ (৩৯) কে গ্রেফতার করা হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ০১টি ডাকাতি প্রস্তুতি, ০১টি সন্ত্রাস বিরোধী, ০১টি বিশেষ ক্ষমতা (হেফাজত মামলা), ০১টি পুলিশ আক্রান্ত, ০২টি সিধেল চুরি, ০১টি যৌতুক আইনসহ একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পাদ করা হয়েছে।