সরাইলে আলোচিত ফয়সাল হত্যার অন্যতম আসামি গ্রেফতার

- Update Time : ১২:৩৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ২৪১ Time View
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ সূর্য্যকান্দি ও ধরন্তীর মধ্যে মারামারি ঘটনায় ফয়সাল হত্যা ও পুলিশ আক্রান্ত মামলার অন্যতম আসামি জিহাদ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা কালিকচ্ছ (মনিরবাগ) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিহাদ মিয়া একই এলাকার মৃত শিশু মিয়ার ছেলে।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন জানান, গোপন সংবাদ ভিত্তিতে ফয়সাল হত্যা ও পুলিশ আক্রান্ত মামলার অন্যতম আসামি জিহাদ মিয়াকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে ফয়সাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ অন্তত প্রায় ৪০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার কুট্টাপাড়ার রাকিব মিয়ার ছেলে।