ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল ও সাজার ব্যবস্থা করব: উপদেষ্টা ফারুক-ই-আজম বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করা সহজ নয়: উপদেষ্টা রিজওয়ানা ভারত চায় না বাংলাদেশ জনগণের কথায় চলুক: রিজভী পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণে ১৩ নির্দেশনা আগামী পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে –পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো ডিসেম্বরেই আসছে মেট্রোরেলের ‘একক যাত্রা’র ২০ হাজার কার্ড শেখ হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব

সরকার বিএনপিকে আমন্ত্রণ করে ডেকে আনবে না : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : ১২:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ১০৬ Time View

ফাইল ছবি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে সেটা তাদের ব্যাপার। নির্বাচনে আসাটা তাদের অধিকার। এটা সরকার কোনো দয়াবশত করছে না। সরকার এখানে তাদের আমন্ত্রণ করে ডেকে আনবে না। কারণ, এটা তাদের অধিকার, সুযোগ নয়। কাজেই গণতান্ত্রিক অধিকারের প্রয়োগ, রাজনৈতিক দল হিসেবে নেয়া প্রয়োজন।

বুধবার (১০ মে) রাজধানীর একটি হোটেলে বিদ্যুৎচালিত যানের কর্মশালায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচনকালীন সরকারে বিএনপিকে মন্ত্রিত্ব দেয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটি সরকারের ফাঁদ। এতে বিএনপি পা দেবে না।’ এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নিজে থেকে আমি গায়ে পড়ে বা যেচে বলিনি। সেতু ভবনে প্রশ্ন করা হয়েছিল। আমি গায়ে পড়ে সংলাপেও ডাকিনি। নির্বাচনকালীন সরকারে তারা আসবেন, সেটা মনে করে বলিনি। সাংবাদিকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি উত্থাপন করেছিলাম এবং বলেছি। এটা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো অবকাশ নেই।

তিনি আরও বলেন, আমরা কোনো ফাঁদে ফেলতে বা প্রলোভন দেখাতে চাইছি না।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই হবে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালানোর যে অভিযোগ উঠেছে সেখানকার বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে, সে বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এসময় জাহাঙ্গীরের মায়ের প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ করতেন। তিনি আওয়ামী লীগে ছিলেন। আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছেন। কিন্তু তার মা প্রকাশ্যে কখনো আওয়ামী লীগ করেছেন, এটা তো আমাদের জানা নেই। কাজেই তাকে বিরত রাখা আমাদের বিষয় নয়।

Please Share This Post in Your Social Media

সরকার বিএনপিকে আমন্ত্রণ করে ডেকে আনবে না : ওবায়দুল কাদের

Reporter Name
Update Time : ১২:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে সেটা তাদের ব্যাপার। নির্বাচনে আসাটা তাদের অধিকার। এটা সরকার কোনো দয়াবশত করছে না। সরকার এখানে তাদের আমন্ত্রণ করে ডেকে আনবে না। কারণ, এটা তাদের অধিকার, সুযোগ নয়। কাজেই গণতান্ত্রিক অধিকারের প্রয়োগ, রাজনৈতিক দল হিসেবে নেয়া প্রয়োজন।

বুধবার (১০ মে) রাজধানীর একটি হোটেলে বিদ্যুৎচালিত যানের কর্মশালায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচনকালীন সরকারে বিএনপিকে মন্ত্রিত্ব দেয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটি সরকারের ফাঁদ। এতে বিএনপি পা দেবে না।’ এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নিজে থেকে আমি গায়ে পড়ে বা যেচে বলিনি। সেতু ভবনে প্রশ্ন করা হয়েছিল। আমি গায়ে পড়ে সংলাপেও ডাকিনি। নির্বাচনকালীন সরকারে তারা আসবেন, সেটা মনে করে বলিনি। সাংবাদিকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি উত্থাপন করেছিলাম এবং বলেছি। এটা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো অবকাশ নেই।

তিনি আরও বলেন, আমরা কোনো ফাঁদে ফেলতে বা প্রলোভন দেখাতে চাইছি না।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই হবে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালানোর যে অভিযোগ উঠেছে সেখানকার বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে, সে বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এসময় জাহাঙ্গীরের মায়ের প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ করতেন। তিনি আওয়ামী লীগে ছিলেন। আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছেন। কিন্তু তার মা প্রকাশ্যে কখনো আওয়ামী লীগ করেছেন, এটা তো আমাদের জানা নেই। কাজেই তাকে বিরত রাখা আমাদের বিষয় নয়।