সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধায় বিএনপির জনসমাবেশ

- Update Time : ০৯:১৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ২২৩ Time View
উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতারের সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় জনসমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, আলমগীর সাদুল্যা দুদু, অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, কামরুল হাসান সেলিম, আব্দুল আউয়াল আরজু, অ্যাড. হানিফ বেলাল প্রমুখ।
বক্তারা উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।