সম্পূর্ণ মিথ্যা মামলায় আজ গৃহবন্দি খালেদা জিয়া: মির্জা ফখরুল
- Update Time : ০৯:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৩০ Time View
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর আজকে সম্পূর্ণ মিথ্যা মামলায় গৃহবন্দি হয়ে আছেন তিনি।
বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর গুলশানে ইমানুয়েল হলে বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে আয়োজিত ঈদ আড্ডায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘সবাই একটি পরিবর্তন চায়। গণতন্ত্রের জন্য সবাই লড়াই করছে। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। মামলা দিয়ে হয়রানি বিরোধী মতের ওপর চেপে বসেছে।‘ তিনি সত্যিকারের সাম্যের একটি সমাজ গঠনের আহ্বান জানান।
ফখরুল বলেন, ‘আড্ডা মানুষের মন ও শরীর দুটোকেই উজ্জীবিত করে। বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতিতে আড্ডা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের এখানে রাজনৈতিক আড্ডা হওয়ার কথা ছিল, তারপরও কিছু কথা আমাকে বলতে হচ্ছে; তারপরও আশা করি আজকের এ আড্ডা থেকে নতুন করে আশা তৈরি হবে। আমরা সবাই অপেক্ষা করছি, পরিবর্তনের। আমরা সবাই অপেক্ষা করছি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র, এর মান কীভাবে রাখা যায়, তার জন্য কীভাবে সংগ্রাম করা যায়, লড়াই করা যায় এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। গণতন্ত্রের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া, আজকে সম্পূর্ণ মিথ্যা মামলায় গৃহবন্দি হয়ে আছেন তিনি।’
তিনি আরও বলেন, ‘আমাদের অসংখ্য নেতাকর্মী মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন। তারপরও আমাদের মনের মধ্যে একটা সব সময় আশা জেগে ওঠে, কবে আমরা একটা সুন্দর বাসভূমি নির্মাণ করতে সক্ষম হব। যার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি।’ এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে সব দল-মত একসঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সবাই একে অপরের সঙ্গে সহমর্মিতার রাজনীতি করার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেন, সবাই মিলে রাজনীতি করলে, হানাহানি ও সহিংসতা থাকবে না। কোনো রাজনীতিবিদ যেন কেউ কারও শত্রুতে পরিণত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচনকালীন সরকার ব্যবস্থার স্থায়ী সমাধান চান। তত্ত্বাবধায়কের দাবির আন্দোলনে বিএনপির সঙ্গে জাতীয় পার্টি যোগ দেবে কি-না তা দলীয় ফোরামে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। ঘুরে ফিরেই উঠে আসে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা।
এক মঞ্চে বিএনপি ও জাতীয় পার্টি আর যুগপৎ আন্দোলনের নেতাদের মিলনমেলা ছিল। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আনন্দ আয়োজনে যোগ দেন বিভিন্ন মতের রাজনীতিবিদরা। ঈদুল ফিতর পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদ অড্ডার আয়োজন করে কল্যাণ পার্টি।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কল্যাণ পার্টির নেতা মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম (বীরপ্রতীক)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়