সবাই আমার নাচ দেখতেই হলে যাচ্ছে: ফারিয়া

- Update Time : ১০:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ১৬৬ Time View
এবারের ঈদে মুক্তি পেয়েছে সুড়ঙ্গ সিনেমাটি। আফরান নিশোর অভিষেক সিনেমা হলেও মাতিয়েছেন তমা মির্জাও।
আফরান নিশো ও তমা মির্জার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। তবে সিনেমায় একটি আইটেম গান ছিল আলোচনার অন্যতম বিষয়।
এই আইটেম গানে বোল্ড লুকে ধরা দেন নুসরাত ফারিয়া। বিষয়টি নিয়ে কথাও বলেছেন ফারিয়া। আইটেম গার্ল হিসেবে পরিচয় চান না তিনি। তবে সুড়ঙ্গ সিনেমাটা হলে অনেকেই দেখতে যাচ্ছে তার নাচের জন্য। এমনটাই বললেন গণমাধ্যমকে।
নুসরাত ফারিয়া বলেন, “সিনেমাটি এখনো দেখিনি। তবে আমার বন্ধুবান্ধব, আশপাশের পরিচিতজন, তাদের পরিবার নিয়ে সিনেমাটি দেখেছেন। অনেকে বলেছেন আমার নাচ দেখতেই নাকি হলে গেছেন। ছবির মধ্যে অন্যতম বেস্ট পার্ট নাকি আমার গান।
এদিকে ‘সুড়ঙ্গ’ সিনেমায় আইটেম গানে কোমর দোলানোর এর রেশ কাটতে না কাটকেই এবার ‘খেলা হবে’ শিরোনামের গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। ভারতীয় বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’।
এতে আইটেম গানে নেচেছেন ফারিয়া। গানটি ফেসবুকে প্রকাশ করেন রাজ চক্রবর্তী। সেখানে দেখা যায় লাল ঘাগরায় মেনকা সেজে ঠুমকা লাগিয়েছেন এই অভিনেত্রী।