ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সনু নিগামের বাড়িতে পুলিশের হানা!

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৮:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ১৫ Time View

কিছুদিন আগে বেঙ্গালুরুর এক কনসার্টে গিয়ে বিতর্কে জড়ান সনু নিগাম। অনুষ্ঠানে কন্নড় গান গাইতে বলায় উপস্থিত দর্শকদের ওপর মেজাজ হারিয়েছিলেন গায়ক। শুধু তা-ই নয়, টেনে এনেছিলেন পেহেলগাম প্রসঙ্গও। সেই ঘটনার জেরে সনুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল কর্ণাটকে।

সেই মর্মে সনুর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গেছে। আর সেই বয়ান রেকর্ড করতেই সনুর বাড়িতে পৌঁছবে বেঙ্গালুরু পুলিশ।

কর্ণাটক হাইকোর্টের আদেশ অনুসারে রবিবার (১৮ মে) সোনুর মুম্বাইয়ের বাড়িতে বেঙ্গালুরু পুলিশের একটি দল পৌঁছনোর কথা। যেখানে গায়কের জিজ্ঞাসাবাদ চলবে, বয়ান ভিডিও রেকর্ড করা হবে।

কর্ণাটক হাইকোর্ট আগেই জানিয়ে দিয়েছিল, আপাতত গায়কের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। সেই সঙ্গে গায়কের করা ভিডিওর মাধ্যমে বয়ান রেকর্ডের আবেদনেও সায় দিয়েছিলেন বিচারপতি। যদিও সনুকে সশরীরে উপস্থিত হতে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়।

সেদিন অনুষ্ঠানে কন্নড় গান গাওয়ার অনুরোধ আসার পরে সনু নিগাম বলেন, “আমার এই বিষয়টা ভালো লাগল না।

এই ছেলেটির যা বয়স, তার চেয়ে বেশি দিন ধরে আমি কন্নড় গান গাইছি। কিন্তু এই ছেলেটি অত্যন্ত রূঢ়ভাবে আমাকে হুমকি দিচ্ছে ‘কন্নড়, কন্নড়’ বলে। এই জন্যই পেহেলগামের মতো ঘটনা ঘটে যায়।”

এই মন্তব্যের জেরে কর্ণাটক ফিল্ম চেম্বার অব কমার্সের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, তারা সনু নিগমের সঙ্গে আর কোনো কাজ করবে না। তবে তাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে এমন নয়। একটি কন্নড় ছবি থেকে তার গানও বাদ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

সনু নিগামের বাড়িতে পুলিশের হানা!

বিনোদন ডেস্ক
Update Time : ০৮:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

কিছুদিন আগে বেঙ্গালুরুর এক কনসার্টে গিয়ে বিতর্কে জড়ান সনু নিগাম। অনুষ্ঠানে কন্নড় গান গাইতে বলায় উপস্থিত দর্শকদের ওপর মেজাজ হারিয়েছিলেন গায়ক। শুধু তা-ই নয়, টেনে এনেছিলেন পেহেলগাম প্রসঙ্গও। সেই ঘটনার জেরে সনুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল কর্ণাটকে।

সেই মর্মে সনুর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গেছে। আর সেই বয়ান রেকর্ড করতেই সনুর বাড়িতে পৌঁছবে বেঙ্গালুরু পুলিশ।

কর্ণাটক হাইকোর্টের আদেশ অনুসারে রবিবার (১৮ মে) সোনুর মুম্বাইয়ের বাড়িতে বেঙ্গালুরু পুলিশের একটি দল পৌঁছনোর কথা। যেখানে গায়কের জিজ্ঞাসাবাদ চলবে, বয়ান ভিডিও রেকর্ড করা হবে।

কর্ণাটক হাইকোর্ট আগেই জানিয়ে দিয়েছিল, আপাতত গায়কের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। সেই সঙ্গে গায়কের করা ভিডিওর মাধ্যমে বয়ান রেকর্ডের আবেদনেও সায় দিয়েছিলেন বিচারপতি। যদিও সনুকে সশরীরে উপস্থিত হতে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়।

সেদিন অনুষ্ঠানে কন্নড় গান গাওয়ার অনুরোধ আসার পরে সনু নিগাম বলেন, “আমার এই বিষয়টা ভালো লাগল না।

এই ছেলেটির যা বয়স, তার চেয়ে বেশি দিন ধরে আমি কন্নড় গান গাইছি। কিন্তু এই ছেলেটি অত্যন্ত রূঢ়ভাবে আমাকে হুমকি দিচ্ছে ‘কন্নড়, কন্নড়’ বলে। এই জন্যই পেহেলগামের মতো ঘটনা ঘটে যায়।”

এই মন্তব্যের জেরে কর্ণাটক ফিল্ম চেম্বার অব কমার্সের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, তারা সনু নিগমের সঙ্গে আর কোনো কাজ করবে না। তবে তাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে এমন নয়। একটি কন্নড় ছবি থেকে তার গানও বাদ দেওয়া হয়।