ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী 

সত্য ও ন্যায়ের পথে ‘দৈনিক মুক্তির লড়াই’ এর পথচলা অব্যাহত থাকুক

Reporter Name
  • Update Time : ০২:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ২৮৫ Time View

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার তাত্ত্বিক, সমাজবিজ্ঞানী ও জাতীয় মানবাধিকার সোসাইটি এর চেয়ারম্যান প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী বলেছেন, ‘সত্য ও ন্যায়ের পথে দৈনিক মুক্তির লড়াই এর পথচলা অব্যাহত থাকুক।’

মুক্তি কামী জনতার দৈনিক মুক্তির লড়াই পত্রিকার দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ১০ মে ২০২৩ বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকাস্থ পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দৈনিক মুক্তির লড়াই এর সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনির সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবর এর সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। দৈনিক মুক্তির লড়াই’র নির্বাহী সম্পাদক মো: দেলোয়ার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ও পেশাজীবি সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, ওয়ার্ড মিডিয়া ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফ সরকার, বাংলাদেশ মুক্তি পার্টির (বিএমপি) মহাসচিব মো: নুরুল আবছার, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম কাজল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী আরো বলেন,”সংবাদপত্রের দায়িত্ব শুধু ঘটে যাওয়া ঘটনার তথ্য বা বিবরণ প্রকাশ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষকে সচেতন করে তোলা এবং পাঠকের জ্ঞানভাণ্ডারকে ঋদ্ধ করাও সংবাদপত্রের দায়িত্ব।”

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী বলেন, ‘এই আইন বাতিল করার প্রশ্নই আসে না। তবে এতে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সাংবাদিকেরা যাতে হয়রানির শিকার না হন, এ আইনের অপপ্রয়োগ যাতে না হয় সেদিকে অবশ্যই সরকারকে নজর দিতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক বলেন, ‘ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সাংবাদিকসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বক্তারা অতীতের মতো আগামীতেও দৈনিক মুক্তির লড়াই মুক্তিকামী জনতার কথা বলবে বলে প্রত্যাশা করেন।

এছাড়াও খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহে দৈনিক মুক্তির লড়াই’র তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী 

সত্য ও ন্যায়ের পথে ‘দৈনিক মুক্তির লড়াই’ এর পথচলা অব্যাহত থাকুক

Reporter Name
Update Time : ০২:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার তাত্ত্বিক, সমাজবিজ্ঞানী ও জাতীয় মানবাধিকার সোসাইটি এর চেয়ারম্যান প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী বলেছেন, ‘সত্য ও ন্যায়ের পথে দৈনিক মুক্তির লড়াই এর পথচলা অব্যাহত থাকুক।’

মুক্তি কামী জনতার দৈনিক মুক্তির লড়াই পত্রিকার দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ১০ মে ২০২৩ বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকাস্থ পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দৈনিক মুক্তির লড়াই এর সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনির সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবর এর সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। দৈনিক মুক্তির লড়াই’র নির্বাহী সম্পাদক মো: দেলোয়ার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ও পেশাজীবি সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, ওয়ার্ড মিডিয়া ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফ সরকার, বাংলাদেশ মুক্তি পার্টির (বিএমপি) মহাসচিব মো: নুরুল আবছার, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম কাজল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী আরো বলেন,”সংবাদপত্রের দায়িত্ব শুধু ঘটে যাওয়া ঘটনার তথ্য বা বিবরণ প্রকাশ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষকে সচেতন করে তোলা এবং পাঠকের জ্ঞানভাণ্ডারকে ঋদ্ধ করাও সংবাদপত্রের দায়িত্ব।”

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী বলেন, ‘এই আইন বাতিল করার প্রশ্নই আসে না। তবে এতে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সাংবাদিকেরা যাতে হয়রানির শিকার না হন, এ আইনের অপপ্রয়োগ যাতে না হয় সেদিকে অবশ্যই সরকারকে নজর দিতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক বলেন, ‘ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সাংবাদিকসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বক্তারা অতীতের মতো আগামীতেও দৈনিক মুক্তির লড়াই মুক্তিকামী জনতার কথা বলবে বলে প্রত্যাশা করেন।

এছাড়াও খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহে দৈনিক মুক্তির লড়াই’র তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।