সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রীর

- Update Time : ০৭:১১:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ১৫৪ Time View
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। তার মৃত্যুর খবর জানিয়েছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, হবু স্বামীকে নিয়ে হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছিলেন বৈভবী। বুধবার (২৪ মে) সকালের দিকে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তারা। বৈভবীর মৃত্যুর খবর মিললেও এখনো তার হবু স্বামীর শারীরিক অবস্থা জানা যায়নি।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, চণ্ডীগড়ের কাছে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। পাহাড়ি রাস্তায় গাড়ি বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায় তার গাড়ি। মাত্র ৩২ বছরেই চলে গেলেন এই অভিনেত্রী। দুর্ঘটনার কথা শুনে দ্রুত চণ্ডীগড়ের দিকে রওনা হয়েছেন অভিনেত্রীর ভাই। শোনা যাচ্ছে, মুম্বাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার লাশ।
বৈভবীর পরিবার জানিয়েছে, হিমাচল প্রদেশ থেকে বৈভবীর মরদেহ মুম্বাইয়ের বাসায় নেওয়া হয়েছে। আজকেই তার মরদেহ নিয়ে শশ্মানযাত্রা করার কথা। তারপর মুম্বাইয়ের পশ্চিম বরিবালি শশ্মানে তার শেষকৃত্য হবে।
উল্লেখ্য, জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এ জেসমিন চরিত্রে অভিনয় করে দর্শকমহলে আলোচিত হন বৈভবী। এছাড়াও সিআইডি, আদালত এর মতো শোতেও দেখা গিয়েছে তাকে। সারাভাই ভার্সেস সারাভাই সিরিয়ালের সিজন টুতে দেখা গিয়েছিল বৈভবীকে। ওয়েব সিরিজ ‘প্লিজ ফাইন্ড অ্যাটাচড’, টিভি ধারাবাহিক ‘কিয়া কসুর হ্যায় আমলা কা’সহ বেশ কয়েকটি ধারাবাহিক ও সিরিজে অভিনয় করেন তিনি। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘ছপাক’ সিনেমাতেও দেখা গেছে তাকে।