ব্রেকিং নিউজঃ
সচিবালয়ে ঢুকে পড়েছে আনসারদের একাংশ

নওরোজ ডেস্ক
- Update Time : ০১:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ১৪০ Time View
সচিবালয়ে ঢুকে পড়েছে বিক্ষোভকারী আনসারদের একাংশ। রোববার (২৫ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটের দিকে তারা বিদ্যুৎ ভবনের দিকের সচিবালয়ে তিন নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন।
চাকরি জাতীয়করণের দাবিতে দুপুর ১২টার পর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন তারা। অর্ধশতাধিক আনসার ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। আনসাররা ভেতরে ঢুকে চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন।
এদিকে আনসার সদস্যরা সচিবালার গেটের সামনে বিক্ষোভ মিছিল এবং অবস্থান নেওয়ার কারণে সচিবালের সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়। ভেতর থেকে কোন লোক এবং গাড়ি বের হতে পারছেন না ভেতরে ঢুকতেও পারছেন না।
নওরোজ/এসএইচ