ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

সংলাপের কথা শুনে বিএনপির জিহ্বায় পানি এসে গেছে : কাদের

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৯:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ২৭১ Time View

নির্বাচনের এগিয়ে আসার মধ্যে সংলাপের আলোচনা ওঠায় বিএনপির ‘জিহ্বায় পানি এলেও’ আওয়ামী লীগ সংলাপ নিয়ে ভাবছে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সমাবেশে বৃহস্পতিবার তিনি বলেন, ‘সংলাপের কথা শুনে বিএনপির জিহ্বায় পানি এসে গেছে। সংলাপের বিষয় নিয়ে ভাবছে না আওয়ামী লীগ।’

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘দেশে নিরপেক্ষ ব্যক্তি কেউ নেই। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে। সেটা আর জীবিত হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা বারবারই বলছেন, নির্বাচন সুষ্ঠু হবে। বিদেশিরা চায় সুষ্ঠু নির্বাচন। আর বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকার, সরকারের পদত্যাগ। সরকারের পদত্যাগ বিএনপির মামা বাড়ির আবদার।’

‘সরকার পরিবর্তন করতে হলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচনে জনগণ ভোট না দিলে ক্ষমতা ছেড়ে দেবে আওয়ামী লীগ। মুচলেকা দিয়ে পালিয়ে যাবো না।’

বিএনপি একেক বার একেক ইস্যু সামনে এনে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপির হাতে দেশ নিরাপদ নয়। ক্ষমতায় গেলে বিএনপি নামক বিষধর সাপ দেশকে গিলে খাবে।

গত নির্বাচনের মতো এবারো প্রার্থিতা নিয়ে মনোনয়ন বাণিজ্য করার জন্যই কি বিএনপি এখন খেলাধুলা করছে- এ, প্রশ্নও তোলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রয়োজনে রক্ত দেবো।
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কামরুল ইসলাম বলেন, নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা। বিএনপির সাথে কোন আলোচনা নয়। নির্বাচন সর্বাত্মক সুষ্ঠু হবে। নির্বাচনে বাধা দিলে প্রতিরোধ করা হবে।

Please Share This Post in Your Social Media

সংলাপের কথা শুনে বিএনপির জিহ্বায় পানি এসে গেছে : কাদের

স্টাফ রিপোর্টার
Update Time : ০৯:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

নির্বাচনের এগিয়ে আসার মধ্যে সংলাপের আলোচনা ওঠায় বিএনপির ‘জিহ্বায় পানি এলেও’ আওয়ামী লীগ সংলাপ নিয়ে ভাবছে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সমাবেশে বৃহস্পতিবার তিনি বলেন, ‘সংলাপের কথা শুনে বিএনপির জিহ্বায় পানি এসে গেছে। সংলাপের বিষয় নিয়ে ভাবছে না আওয়ামী লীগ।’

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘দেশে নিরপেক্ষ ব্যক্তি কেউ নেই। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে। সেটা আর জীবিত হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা বারবারই বলছেন, নির্বাচন সুষ্ঠু হবে। বিদেশিরা চায় সুষ্ঠু নির্বাচন। আর বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকার, সরকারের পদত্যাগ। সরকারের পদত্যাগ বিএনপির মামা বাড়ির আবদার।’

‘সরকার পরিবর্তন করতে হলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচনে জনগণ ভোট না দিলে ক্ষমতা ছেড়ে দেবে আওয়ামী লীগ। মুচলেকা দিয়ে পালিয়ে যাবো না।’

বিএনপি একেক বার একেক ইস্যু সামনে এনে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপির হাতে দেশ নিরাপদ নয়। ক্ষমতায় গেলে বিএনপি নামক বিষধর সাপ দেশকে গিলে খাবে।

গত নির্বাচনের মতো এবারো প্রার্থিতা নিয়ে মনোনয়ন বাণিজ্য করার জন্যই কি বিএনপি এখন খেলাধুলা করছে- এ, প্রশ্নও তোলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রয়োজনে রক্ত দেবো।
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কামরুল ইসলাম বলেন, নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা। বিএনপির সাথে কোন আলোচনা নয়। নির্বাচন সর্বাত্মক সুষ্ঠু হবে। নির্বাচনে বাধা দিলে প্রতিরোধ করা হবে।