ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সংবিধান দিবসে লয়ার্স ইউনিয়নের আলোচনা সভা

Reporter Name
  • Update Time : ০৩:১৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / ১২ Time View

সংবিধান দিবস উপলক্ষে লয়ার্স ইউনিয়ন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে “সংবিধানের ৫২ বছর: প্রত্যাশা-প্রাপ্তি-প্রতিবন্ধকতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন লয়ার্স ইউনিয়নের সভাপতি ব্যারিস্টার সাইফুর রহমান এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মুহাম্মদ আবদুল আউয়াল।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট আরাফাত খান। অনুষ্ঠানে অন্যান্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহজালাল শাওন, ঢাকা সিএমএম আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজামুদ্দিন, অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, অ্যাডভোকেট বাপ্পি খান, অ্যাডভোকেট আমিনুর রহমান, শিক্ষানবিস মেহেদী হাসান শামিম, শিক্ষানবিস আনিসুল ইসলাম সোহেল এবং বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শুভ, সাইফুল ইসলাম, সজল, শরিফ আলাউদ্দিন, এমরান হোসেন ও জসিম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের সংবিধানের ৫২ বছরের যাত্রায় জনগণের প্রত্যাশা, অর্জন এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

সংবিধানের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে একটি নতুন দৃষ্টিকোণ থেকে সংবিধানের মূল্যায়ন জরুরি।

বক্তারা দেশের সংবিধানের জন প্রত্যাশা পূরণে ব্যর্থতার দিকগুলো তুলে ধরেন এবং সমাধানের পথ হিসেবে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে একটি কনস্টিটিউশনাল এসেম্বলি (Constitutional Assembly) গঠন করে নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব দেন। তাঁদের মতে, এই নতুন সংবিধানই হবে একটি সুষ্ঠু ও সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার, স্বাধীনতা এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।

সভায় বক্তারা আরও বলেন, বর্তমান সংবিধান পরিবর্তন করার মাধ্যমে একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করা সম্ভব। সংবিধানের আধুনিকায়ন এবং পরিবর্তনের মাধ্যমে জাতির অগ্রগতির পথে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

সংবিধান দিবসে লয়ার্স ইউনিয়নের আলোচনা সভা

Reporter Name
Update Time : ০৩:১৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

সংবিধান দিবস উপলক্ষে লয়ার্স ইউনিয়ন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে “সংবিধানের ৫২ বছর: প্রত্যাশা-প্রাপ্তি-প্রতিবন্ধকতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন লয়ার্স ইউনিয়নের সভাপতি ব্যারিস্টার সাইফুর রহমান এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মুহাম্মদ আবদুল আউয়াল।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট আরাফাত খান। অনুষ্ঠানে অন্যান্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহজালাল শাওন, ঢাকা সিএমএম আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজামুদ্দিন, অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, অ্যাডভোকেট বাপ্পি খান, অ্যাডভোকেট আমিনুর রহমান, শিক্ষানবিস মেহেদী হাসান শামিম, শিক্ষানবিস আনিসুল ইসলাম সোহেল এবং বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শুভ, সাইফুল ইসলাম, সজল, শরিফ আলাউদ্দিন, এমরান হোসেন ও জসিম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের সংবিধানের ৫২ বছরের যাত্রায় জনগণের প্রত্যাশা, অর্জন এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

সংবিধানের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে একটি নতুন দৃষ্টিকোণ থেকে সংবিধানের মূল্যায়ন জরুরি।

বক্তারা দেশের সংবিধানের জন প্রত্যাশা পূরণে ব্যর্থতার দিকগুলো তুলে ধরেন এবং সমাধানের পথ হিসেবে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে একটি কনস্টিটিউশনাল এসেম্বলি (Constitutional Assembly) গঠন করে নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব দেন। তাঁদের মতে, এই নতুন সংবিধানই হবে একটি সুষ্ঠু ও সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার, স্বাধীনতা এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।

সভায় বক্তারা আরও বলেন, বর্তমান সংবিধান পরিবর্তন করার মাধ্যমে একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করা সম্ভব। সংবিধানের আধুনিকায়ন এবং পরিবর্তনের মাধ্যমে জাতির অগ্রগতির পথে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।