ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যার দায়ে মামার মৃত্যুদন্ড থমথমে রংপুর: কোটাবিরোধী শিক্ষার্থীদের দখলে রাজপথ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত ঘোষণা সিলেট শাবি’র হলে হলে আন্দোলকারীদের তল্লাশী, অস্ত্র উদ্ধার,ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২ কোটাবিরোধী আন্দোলন: নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেপ্তার ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ ঘোষণা, হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা ও আগুন লাগার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে – আর‌পিএম‌পি ক‌মিশনার কোটা সংস্কার আন্দোলনে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন আমার ভাই মরলো কেন! প্রশাসন জবাব চাই’ শ্লোগানে উত্তাল গাইবান্ধা

সংকট থেকে ঘুরে দাঁড়ানোর বাজেট: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : ১২:১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • / ২৪৯ Time View

২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে সংকট থেকে ঘুরে দাঁড়ানোর বাজেট বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রস্তাবিত বাজেট নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘এই মুহূর্তে ইউরোপ-আমেরিকা, আমাদের প্রতিবেশী দেশসহ বিশ্ব অর্থনীতির কী অবস্থা! এই বাজেট হচ্ছে সংকট থেকে ঘুরে দাঁড়ানোর বাজেট। এটি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, ‘বাজেট এমনভাবে করা হয়েছে, যাতে মানুষের কষ্টটা লাঘব হবে। বেশ কিছু জিনিসের দাম কমতে শুরু করেছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।’

বাজেটকে ‘জনবান্ধব’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জনবান্ধব এ জন্য বলেছি; কারণ, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেট প্রণীত হয়েছে।’

আজ বেলা ৩টায় সংসদে অর্থমন্ত্রী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। জাতীয় সংসদে ‘দেড় দশকের উন্নয়নের পর স্মার্ট বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক বাজেট বক্তৃতা দেন তিনি।

এটি দেশের ৫২তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট।

আওয়ামী লীগের আরেক নেতা জাহাঙ্গীর কবির নানক প্রস্তাবিত বাজেটকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার সহায়ক বলে মনে করেন। তিনি বলেন, এই বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী। বিশ্ব অর্থনীতি যখন মন্দা, সে মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সময়োপযোগী বাজেট দিয়েছে।

ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, এই বাজেটের মাধ্যমে সেই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নগরায়ণ এবং স্মার্ট জনগণ গড়ে উঠতে সাহায্য করবে।’

নিম্নবিত্ত মানুষ যাতে সমানতালে এগিয়ে যেতে পারে, সে দিকে লক্ষ রেখে বাজেট ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন জাহাঙ্গীর কবির। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ব্যবসায়ীরা যেন উপকৃত হন, সে দিকেও লক্ষ রাখা হয়েছে। এতে করে বেকারত্ব কমবে, উদ্যোক্তা বাড়বে।

Please Share This Post in Your Social Media

সংকট থেকে ঘুরে দাঁড়ানোর বাজেট: ওবায়দুল কাদের

Reporter Name
Update Time : ১২:১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩

২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে সংকট থেকে ঘুরে দাঁড়ানোর বাজেট বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রস্তাবিত বাজেট নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘এই মুহূর্তে ইউরোপ-আমেরিকা, আমাদের প্রতিবেশী দেশসহ বিশ্ব অর্থনীতির কী অবস্থা! এই বাজেট হচ্ছে সংকট থেকে ঘুরে দাঁড়ানোর বাজেট। এটি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, ‘বাজেট এমনভাবে করা হয়েছে, যাতে মানুষের কষ্টটা লাঘব হবে। বেশ কিছু জিনিসের দাম কমতে শুরু করেছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।’

বাজেটকে ‘জনবান্ধব’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জনবান্ধব এ জন্য বলেছি; কারণ, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেট প্রণীত হয়েছে।’

আজ বেলা ৩টায় সংসদে অর্থমন্ত্রী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। জাতীয় সংসদে ‘দেড় দশকের উন্নয়নের পর স্মার্ট বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক বাজেট বক্তৃতা দেন তিনি।

এটি দেশের ৫২তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট।

আওয়ামী লীগের আরেক নেতা জাহাঙ্গীর কবির নানক প্রস্তাবিত বাজেটকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার সহায়ক বলে মনে করেন। তিনি বলেন, এই বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী। বিশ্ব অর্থনীতি যখন মন্দা, সে মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সময়োপযোগী বাজেট দিয়েছে।

ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, এই বাজেটের মাধ্যমে সেই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নগরায়ণ এবং স্মার্ট জনগণ গড়ে উঠতে সাহায্য করবে।’

নিম্নবিত্ত মানুষ যাতে সমানতালে এগিয়ে যেতে পারে, সে দিকে লক্ষ রেখে বাজেট ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন জাহাঙ্গীর কবির। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ব্যবসায়ীরা যেন উপকৃত হন, সে দিকেও লক্ষ রাখা হয়েছে। এতে করে বেকারত্ব কমবে, উদ্যোক্তা বাড়বে।