শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

- Update Time : ০৩:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ২০৪ Time View
গাজীপুরের শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক আবদুল হান্নান সজলের সভাপতিত্বে শ্রীপুর উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকমন্ডলীর উপস্থিতে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান সজল সভাপতি, কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম শামীম সিনিয়র সহ সভাপতি, কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক, ভাংনাহাটি বালিকা দাখিল মাদ্রাসা সুপার বশির আহমেদ মোমতাজি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে সাংগঠনিক সম্পাদক করে বিভিন্ন পদে ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
বিশেষ ভাবে উল্লেখ্য যে ইতি পূর্বে অত্র উপজেলায় শিক্ষক-কর্মচারীদের আগ্রহভরে এতো সতঃস্ফুর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়নি।
নওরোজ/এসএইচ