শ্রীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক
- Update Time : ০৬:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ৩৯০ Time View
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী নাসরিন আক্তারকে (২২) শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে স্বামী হৃদয় মিয়া (২৫)।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯ টায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া (সলিং মোড়) গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো: নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাসরিন আক্তার উপজেলার চকপাডার (সলিংমোড়) গ্রামের মজনু মিয়ার মেয়ে এবং গাজীপুর মহানগরের মজলিশপুর এলাকার হৃদয় মিয়ার স্ত্রী। অভিযুক্ত হৃদয় ওই এলাকার আলীমুল হাজীর ছেলে। তাদের দাম্পত্য জীবনে চার বছরের একটি মেয়ে রয়েছে। ঘটনার পর থেকে মেয়েসহ নিহতের স্বামী পলাতক রয়েছে।
ওসি আবুল ফজল মো: নাসিম জানান, প্রায় ছয় বছর আগে গাজীপুর মহানগরের সদর থানার মজলিশপুর এলাকার হৃদয় মিয়ার সাথে নাসরিনের বিয়ে হয়। সম্প্রতি নাসরিন তার বাবার বাড়ী চকপাড়া গ্রামের বাবার বাড়ীতে মেয়েকে নিয়ে বসবাস করতো। ধারনা করা হচ্ছে পারিবারিক কোনো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ হলে সকাল ৫ টা থেকে ৯ টার মধ্যে হৃদয় তার স্ত্রী নাসরিন আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। পরে তার চার বছরের মেয়েকে নিয়ে পালিয়ে যায়। নাসরিনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনেরা স্থানীয় মাওনা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে বেলা ১১ টায় পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া জানান, বেলা ১১ টায় নিহতের বাবার বাড়ী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। নিহতের স্বামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
































































































































































































