ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীপুরে লাউ চাষে বছরে ১৫ লক্ষ টাকা আয়

আবু সাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • Update Time : ০৩:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ১৩ Time View

গাজীপুরের শ্রীপুরে পুকুরপাড়ে বিষমুক্ত হাইব্রিড ডায়মা লাউ চাষ করে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের কৃষক দম্পতি আক্তারুজ্জামান। তিনি এখন বিভিন্ন ধরনের সবজি চাষ করে এলাকায় আদর্শ সবজিচাষি হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

সরেজমিনে উপজেলার টেংরা গ্রামে গিয়ে দেখা গেছে, ৫ বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে বিশাল এক পুকুর। পুকুরপাড়ে ডায়না হাইব্রিড (লালতীর)চাষ করেছেন এক দম্পতি। গাছে গাছে শত শত লাউ ঝুলছে। তার পুকুরপাড় এখন সবুজের সমারোহ।

সফল লাউচাষি আক্তারুজ্জামান জানান, তার লাউ চাষের সাফল্য গাথা। তিনি দীর্ঘদিন থেকে গরুর খামারের পাশাপাশি নিজ জমির পুকুরপাড়ে আধুনিক পদ্ধতিতে মাচা (ঝাঙ্গি) করে লাউ চাষ করেছেন।

তিনি জানান, জমির মাচা করতে বাঁশ, তার, সুতা, সার, বীজ, কামলা বাবদ প্রায় ১লাখ টাকা খরচ হয়েছে। তিনি এ পর্যন্ত ৪ লাখ টাকার লাউ বিক্রি করেছেন এবং আরো ১৫ লাখ টাকার লাউ বিক্রি হবে বলে আশা করছেন। লাউ শেষ হলে সেই জাংলায় শশা চাষ করবেন বলে জানিয়েছেন। তিনি লাউ গাছে রাসায়নিক কীটনাশক স্প্রে করেন না। প্রাকৃতিক পদ্ধতিতে পোকা মাকড় দমন করেন।

তিনি আরো জানান, এ কাজে তাকে তার স্ত্রী মরজিনা সার্বিক সহযোগিতা করছেন। তার পুকুরপাড়ে লাউ চাষে সাফল্য দেখে এলাকার কৃষকরা প্রতিনিয়ত তার কাছে পরামর্শ নিতে আসেন। আগে প্লাম্বারের কাজ করতেন। গত দুই বছর ধরে লাউ চাষ করেছেন। এখন তার আর তেমন কোনো অভাব নেই।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা জানান, সবজি চাষিদের যে কোনো সমস্যা দ্রুত সমাধানে পরামর্শ প্রদান করা হয়ে থাকে।

তিনি জানান, বৃষ্টি বেশি হলে লাউসহ অন্যান্য সবজি ফসলের ক্ষতি হয়। এ ক্ষতি পোষানো যায় না। তাই সবজি জাতীয় ফসলের বিমা করা প্রয়োজন। কৃষকদের অধুনিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষি উন্নয়নে সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা কারা প্রয়োজন। টেংরা গ্রামের আক্তারুজ্জামান এখন সফল সবজিচাষি হিসেবে পরিচিতি পেয়েছেন।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

শ্রীপুরে লাউ চাষে বছরে ১৫ লক্ষ টাকা আয়

আবু সাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
Update Time : ০৩:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

গাজীপুরের শ্রীপুরে পুকুরপাড়ে বিষমুক্ত হাইব্রিড ডায়মা লাউ চাষ করে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের কৃষক দম্পতি আক্তারুজ্জামান। তিনি এখন বিভিন্ন ধরনের সবজি চাষ করে এলাকায় আদর্শ সবজিচাষি হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

সরেজমিনে উপজেলার টেংরা গ্রামে গিয়ে দেখা গেছে, ৫ বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে বিশাল এক পুকুর। পুকুরপাড়ে ডায়না হাইব্রিড (লালতীর)চাষ করেছেন এক দম্পতি। গাছে গাছে শত শত লাউ ঝুলছে। তার পুকুরপাড় এখন সবুজের সমারোহ।

সফল লাউচাষি আক্তারুজ্জামান জানান, তার লাউ চাষের সাফল্য গাথা। তিনি দীর্ঘদিন থেকে গরুর খামারের পাশাপাশি নিজ জমির পুকুরপাড়ে আধুনিক পদ্ধতিতে মাচা (ঝাঙ্গি) করে লাউ চাষ করেছেন।

তিনি জানান, জমির মাচা করতে বাঁশ, তার, সুতা, সার, বীজ, কামলা বাবদ প্রায় ১লাখ টাকা খরচ হয়েছে। তিনি এ পর্যন্ত ৪ লাখ টাকার লাউ বিক্রি করেছেন এবং আরো ১৫ লাখ টাকার লাউ বিক্রি হবে বলে আশা করছেন। লাউ শেষ হলে সেই জাংলায় শশা চাষ করবেন বলে জানিয়েছেন। তিনি লাউ গাছে রাসায়নিক কীটনাশক স্প্রে করেন না। প্রাকৃতিক পদ্ধতিতে পোকা মাকড় দমন করেন।

তিনি আরো জানান, এ কাজে তাকে তার স্ত্রী মরজিনা সার্বিক সহযোগিতা করছেন। তার পুকুরপাড়ে লাউ চাষে সাফল্য দেখে এলাকার কৃষকরা প্রতিনিয়ত তার কাছে পরামর্শ নিতে আসেন। আগে প্লাম্বারের কাজ করতেন। গত দুই বছর ধরে লাউ চাষ করেছেন। এখন তার আর তেমন কোনো অভাব নেই।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা জানান, সবজি চাষিদের যে কোনো সমস্যা দ্রুত সমাধানে পরামর্শ প্রদান করা হয়ে থাকে।

তিনি জানান, বৃষ্টি বেশি হলে লাউসহ অন্যান্য সবজি ফসলের ক্ষতি হয়। এ ক্ষতি পোষানো যায় না। তাই সবজি জাতীয় ফসলের বিমা করা প্রয়োজন। কৃষকদের অধুনিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষি উন্নয়নে সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা কারা প্রয়োজন। টেংরা গ্রামের আক্তারুজ্জামান এখন সফল সবজিচাষি হিসেবে পরিচিতি পেয়েছেন।

নওরোজ/এসএইচ