শ্রীপুরে তরুণীর মরদেহ উদ্ধার
- Update Time : ০৪:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / ১৯২ Time View
গাজীপুরের শ্রীপুরে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর দুইটা দিকে নিহতের মরদহটি উদ্ধার করে পুলিশ। নিহত ওই তরুণীর নাম তামান্না আক্তার (১৬)।
তামান্না আক্তার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামের আখতার হোসেনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার উপ পরিদর্শক (এস আই) রেজাউল করিম।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তামান্নারা পাঁচ বোন এক ভাই। অন্য ভাই-বোনেরা গ্রামের বাড়িতে আছেন। তামান্না তাঁর মা-বাবার সঙ্গে শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামে থাকত। সকালে বাবা বাজার করতে বের হন। অপর দিকে মা চাকরি খুঁজতে মেয়েকে ঘরে রেখে বের হয়েছিলেন। সকাল আটটার দিকে তিনি বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে টিনের তৈরি ঘরটির বেড়ার এক অংশের টিন ফাঁক করে ভেতরে উঁকি দিয়ে দেখেন মেয়ের দেহ ঝুলছে।
এ বিষয়ে শ্রীপুর থানার উপ পরিদর্শক (এস আই) রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নওরোজ/এসএইচ








































































































































































































