শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি সভাপতি
- Update Time : ০৩:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- / ১৪৬ Time View
সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের স্বপ্নের প্রকল্প ছিল পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তবে রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ায় বিসিবির সভাপতির পদ হারিয়েছেন পাপন। তবে গত বৃহস্পতিবার শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার বাতিল করেছেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
শনিবার (৩১ আগস্ট) শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কাজ কতদূর এগিয়েছে তা পরিদর্শন করতে পূর্বাচলে যান ফারুক আহমেদ।
বিসিবির সভাপতি ফারুক নির্বাচিত হয়েছেন ২১ আগস্ট। ১০ দিন ধরে ব্যস্ত সময় পার করছেন তিনি। ২৯ আগস্ট একটি পরিচালনা পর্ষদের সভাও হয়েছে তাঁর সভাপতিত্বে। পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামসহ দেশের ক্রিকেট মাঠগুলো ঠিকঠাক করাই এখন ফারুকের লক্ষ্য।
বিসিবি সভাপতি পূর্বাচলে সংবাদ সম্মেলনে বলেছেন, দায়িত্ব নেওয়ার পর মাঠগুলোর উন্নতি করাই ছিল আসল ইচ্ছা। নতুন মাঠ করতে পারি কি না, সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, তাই এটা নিয়ে পরিকল্পনা ছিল। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার পরিকল্পনা রয়েছে, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।
পূর্বাচলের স্টেডিয়ামটি করার জন্য ইতোমধ্যে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে বিসিবিকে। নকশা তৈরিসহ অন্যান্য কাজে এসব টাকা খরচ হয়েছে। এগুলো কি এখন ফিরিয়ে আনা সম্ভব কিনা জানতে চাওয়া হয় বিসিবি সভাপতির কাছে।
পূর্বাচলে বিসিবি সভাপতির স্টেডিয়াম পরিদর্শনকালে তার সঙ্গে আছেন পরিচালক খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, আকরাম খান এবং বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন।
নওরোজ/এসএইচ




























































































































































































