ব্রেকিং নিউজঃ
শেখ হাসিনা গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন : স্পিকার

Reporter Name
- Update Time : ০৭:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ২৬৩ Time View
কামরুল হাসান টিটু,রংপুর ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


স্পিকার শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনের (পীরগঞ্জ) নির্বাচিত সংসদ সদস্য।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও মেধাবী সদস্য সংগ্রহের মাধ্যমেই আওয়ামী লীগ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত তিনি বলেন, পীরগঞ্জ থেকে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তারই ধারাবাহিকতায় সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য হিসেবে তালিকাভুক্ত করে এ কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা প্রমুখ।
এর আগে সকালে পীরগঞ্জ উপজেলার সরকারি শাহ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’-এর উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এতে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন ও ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বিমল চন্দ্র রায়, সরকারি শাহ আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ মো. রাশেদুন্নবী, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দীকি রনিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Tag :
আওয়ামী লীগ গণতন্ত্র পীরগঞ্জ প্রধানমন্ত্রী রংপুর-৬ শেখ হাসিনা স্পিকার শিরীন শারমিন স্মার্ট বাংলাদেশ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়