শেখ হাসিনার রায় ঘিরে টঙ্গীতে মোটর শোভাযাত্রা
- Update Time : ০৩:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ৭৫ Time View
গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে সোমবার(১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে টঙ্গীতে বিশাল মোটর শোভাযাত্রা করেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে টঙ্গীর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এ সময় মটর শোভাযাত্রার নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক ও গাজীপুর ৬ আসনের প্রস্তাবিত বিএনপি মনোনয়ন প্রত্যাশী রাকিবউদ্দিন সরকার পাপ্পু মটর শোভাযাত্রাটি টঙ্গী চেরাগ আলী হয়ে স্টেশন রোড নিমতলি হয়ে টঙ্গী বাজার কলেজ গেট হোসেন মার্কেট গাজীপুরা বড় বাড়ি বোট বাজার মালেকের বাড়ি হয় পুনরায় মটর সোভা যাত্রাটি চেরাগ আলী এসে সমাপ্তি করেন।
আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায় সাজেদুল ইসলাম বিএনপি নেতা সরকার শাহিনুর ইসলাম রনি, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্নআবায়ক শেখ মোহাম্মদ সুমন সহ বিভিন্ন নেতাকর্মীরা টঙ্গীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির নেতৃবৃন্দরা অবস্থান কর্মসূচি পালন করছে।
রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, একমাত্র উদ্দেশ্য হলো এলাকায় শান্তি বজায় রাখা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা টঙ্গীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে আমাদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় নেতাকর্মীরা সোচ্চার ভূমিকা পালন করবে। তাছাড়াও কেউ যদি অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চায় তাহলে বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে দমন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































