ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শ্রীপুরে বিএনপি নেতার বাড়ীতে ডাকাতি, নগদ টাকাসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে – পরিবেশ উপদেষ্টা আগামীর বাংলাদেশ হবে প্রশান্তি মেধা ও নারী মুক্তির – নওশাদ জমির ঢাকায় ‘ভুয়া সাংবাদিক’ চক্র: প্রেসকার্ড-ভেস্ট নিয়ে প্রতারণা, সাংবাদিকতা পেশা আজ প্রশ্নবিদ্ধ! গাইবান্ধায় থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাতকারী যুবকের মরদেহ উদ্ধার জাপান ঘুরে দেখুন বিনা খরচে শীর্ষসন্ত্রাসী জোসেফের সহযোগী পিচ্চি শাহীন গ্রেপ্তার সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬২০ সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, আটক ৩ ‘দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে ওসি
ভর্তি হার ৯২ শতাংশ, মেয়ে শিক্ষার্থী তুলনামূলক বেশি

শেকৃবিতে শেষ হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
  • Update Time : ১২:১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ৩০৫ Time View

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম আজ শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট ৭০৫টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ৬৫০ জন শিক্ষার্থী, যা প্রায় ৯২ শতাংশ ভর্তি হার নির্দেশ করে।

গত ২৬ মে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শুরু হয় এই ভর্তি কার্যক্রম, যা আজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) নজরুল ইসলাম জানান, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় কিছু আসন শূন্য থেকে গেছে।”

সরেজমিনে দেখা যায়, মেডিকেল পরীক্ষা থেকে শুরু করে ফি জমা দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপই বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে আলাদা বুথের মাধ্যমে সম্পন্ন হয়েছে। প্রতিটি ধাপ ছিল ধারাবাহিক এবং সমন্বিতভাবে সাজানো, যার ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে কোনো বিভ্রান্তি দেখা যায়নি।

রেজিস্ট্রার নজরুল ইসলাম (রুটিন দায়িত্ব) আরও বলেন, “ভর্তি প্রক্রিয়াটি খুবই স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। একজন শিক্ষার্থী মেডিকেল পরীক্ষার পর আইসিটি সেল, নিরীক্ষণ, প্রধান নিরীক্ষক এবং অন্যান্য ধাপগুলোতে ক্রমানুসারে অগ্রসর হন। প্রতিটি ধাপ পাশাপাশি অবস্থান করায় কোনো ধরনের অসঙ্গতি বা জালিয়াতির সম্ভবনা থাকেনি।”

Please Share This Post in Your Social Media

ভর্তি হার ৯২ শতাংশ, মেয়ে শিক্ষার্থী তুলনামূলক বেশি

শেকৃবিতে শেষ হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
Update Time : ১২:১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম আজ শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট ৭০৫টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ৬৫০ জন শিক্ষার্থী, যা প্রায় ৯২ শতাংশ ভর্তি হার নির্দেশ করে।

গত ২৬ মে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শুরু হয় এই ভর্তি কার্যক্রম, যা আজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) নজরুল ইসলাম জানান, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় কিছু আসন শূন্য থেকে গেছে।”

সরেজমিনে দেখা যায়, মেডিকেল পরীক্ষা থেকে শুরু করে ফি জমা দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপই বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে আলাদা বুথের মাধ্যমে সম্পন্ন হয়েছে। প্রতিটি ধাপ ছিল ধারাবাহিক এবং সমন্বিতভাবে সাজানো, যার ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে কোনো বিভ্রান্তি দেখা যায়নি।

রেজিস্ট্রার নজরুল ইসলাম (রুটিন দায়িত্ব) আরও বলেন, “ভর্তি প্রক্রিয়াটি খুবই স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। একজন শিক্ষার্থী মেডিকেল পরীক্ষার পর আইসিটি সেল, নিরীক্ষণ, প্রধান নিরীক্ষক এবং অন্যান্য ধাপগুলোতে ক্রমানুসারে অগ্রসর হন। প্রতিটি ধাপ পাশাপাশি অবস্থান করায় কোনো ধরনের অসঙ্গতি বা জালিয়াতির সম্ভবনা থাকেনি।”