ব্রেকিং নিউজঃ
শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৪:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ২২৬ Time View
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে শোভাযাত্রা শুরু হয়েছে। শোভাযাত্রাটি পলাশী মোড় থেকে শুরু হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
সরেজমিনে দেখা যায়, রাজধানী পলাশীর মোড়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন কমিটি একটি শোভাযাত্রা আয়োজন করে।
শোভাযাত্রা পূর্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওবায়দুল কাদেরের বক্তব্যের পর শোভাযাত্রাটি উদ্বোধন করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র।
শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। তাছাড়া কয়েক শতাধিক ট্রাক ও পিক-আপে করে মানুষ শোভাযাত্রায় অংশ নিয়েছে।