ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা রংপুর বিভাগের ১৩ বিদ্যালয়ে পাস করেনি কেউ প্রধান বিচারপতির সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাত রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা: ১ লাখ টাকা জরিমানা ১১ জুলাই কুবিতে আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে পীরগাছায় বদলি সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাৎ শিক্ষার্থীদের ‘লাথি-ঘুষি মারা’ সেই ওসি বদলি মামলা জট কমানো, ন্যায় বিচার নিশ্চিত ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আমেরিকা শুল্ক না কমালে দেশের অর্থনীতিতে প্রভাব প্রভাব পড়বে: বাণিজ্য সচিব 

শিশু আছিয়ার সুস্থতা কামনায় শাহজালাল হল ছাত্রদলের দোয়া ও ইফতার

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১১:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ১০৯ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হল ছাত্রদলের উদ্যোগে নির্যাতিত শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক হল শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার। এছাড়াও ছাত্রদলের হল পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে আছিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তুষার বলেন, তিন লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। অথচ আজ স্বাধীন দেশে, সেই মার্চ মাসেই, দশ বছরের শিশু আছিয়া নির্মম নির্যাতনের শিকার হয়! এ লজ্জা শুধু আছিয়ার নয়, এ লজ্জা আমাদের ত্রিশ লক্ষ শহীদের, এ লজ্জা গোটা জাতির। মার্চ মাসে ধর্ষকরা শুধু একটি শিশুর শরীরকে রক্তাক্ত করেনি, তারা ১৯৭১-এর মতো আমাদের জাতীয় পতাকাকেও কলঙ্কিত করেছে।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭১ এবং ২০২৪-এর চেতনার একমাত্র ধারক। আমরা প্রশাসনের প্রতি দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করে সাধারণ শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা জোরদারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানাই।

উল্লেখ্য, গত ৫ মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশু আছিয়া।

Please Share This Post in Your Social Media

শিশু আছিয়ার সুস্থতা কামনায় শাহজালাল হল ছাত্রদলের দোয়া ও ইফতার

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
Update Time : ১১:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হল ছাত্রদলের উদ্যোগে নির্যাতিত শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক হল শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার। এছাড়াও ছাত্রদলের হল পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে আছিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তুষার বলেন, তিন লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। অথচ আজ স্বাধীন দেশে, সেই মার্চ মাসেই, দশ বছরের শিশু আছিয়া নির্মম নির্যাতনের শিকার হয়! এ লজ্জা শুধু আছিয়ার নয়, এ লজ্জা আমাদের ত্রিশ লক্ষ শহীদের, এ লজ্জা গোটা জাতির। মার্চ মাসে ধর্ষকরা শুধু একটি শিশুর শরীরকে রক্তাক্ত করেনি, তারা ১৯৭১-এর মতো আমাদের জাতীয় পতাকাকেও কলঙ্কিত করেছে।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭১ এবং ২০২৪-এর চেতনার একমাত্র ধারক। আমরা প্রশাসনের প্রতি দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করে সাধারণ শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা জোরদারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানাই।

উল্লেখ্য, গত ৫ মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশু আছিয়া।