শিক্ষার্থীদের কুকসু গঠনের দাবি বাস্তবায়নের লক্ষ্যে কমিটি গঠন

- Update Time : ০৬:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ১১৮ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (কুকসু) গঠনের জন্য পরবর্তী করণীয় সম্পর্কে মতামত প্রদানের লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে প্রশাসন। আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন প্রদানের নির্দেশনাও দেওয়া হয়েছে কমিটিকে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যলয়ের রেজিষ্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম.এম. শরিফুল করিম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মাহবুব। এছাড়া, কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্যাহ, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহ।