শাহজাহান চৌধুরীর সাথে স্বাক্ষাৎ করলেন বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর জুলি ভারবার্গ

- Update Time : ০৯:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ৩৭০ Time View
রোহিঙ্গা সংকট প্রবল আকার ধারণ করেছে। এতে স্থানীয় জনগোষ্ঠীও নানা সমস্যায় জর্জরিত।প্রত্যাবাসন নিয়ে বিপাকে পড়েছে দেশ। উত্তরণে ফলপ্রসু কোন পদক্ষেপ নেই।
এমতাবস্থায় রোহিঙ্গা শরণার্থী সংকট, স্থানীয় জনগোষ্ঠীর সার্বিক পরিস্থিতি এবং উন্নয়ন নিয়ে আলোচনা করতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ ও সাংসদ শাহজাহান চৌধুরীর সাথে একান্ত স্বাক্ষাৎ করলেন এক্টেড বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর জুলি ভারবার্গ।
তিনি রোহিঙ্গা ইস্যু’র কথা তুলে ধরেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। উভয়েই সমন্ধিত উদ্যোগের কথা তুলে ধরেন।
শনিবার (২১ জুন) সকালে উখিয়ার রাজাপালংস্থ শাহজাহান চৌধুরীর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকট, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, চাহিদা, উন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কিত গঠনমূলক আলোচনা বিনিময় করেন।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী ও এনজিও ব্যক্তিত্ব শহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়