ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৬০০ কেজি সরকারি চাল উদ্ধার সিলেটে দুই বছরের শিশুকে ধর্ষণঃ অভিযুক্ত বালক কারাগারে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে তাই আন্দোলনে নেমেছি : গোলাম পরওয়ার আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নিঃ আসিফ নজরুল রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার স্ত্রীকে তালাক দিয়ে যুবকের ৪০ কেজি দুধ দিয়ে গোসল সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের সিদ্ধান্ত কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর’ হত্যা করা হয়েছে: আসামির স্বীকারোক্তি ব্রাজিল সফরে প্রধান বিচারপতি

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামেও শচীনের নামে স্ট্যান্ড

Reporter Name
  • Update Time : ০৪:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ৩৭১ Time View

নিজের ৫০তম জন্মবার্ষিকীতে আরও একটি সম্মান ও ভালোবাসা উপহার পেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত ক্রিকেট ভেন্যু শারজাতে শচীনের নামে একটি স্ট্যান্ড উন্মোচন করা হয়েছে।

সোমবার ছিল শচীনের ৫০তম জন্মদিন। সেদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ব্রায়ান লারার সঙ্গে একটি গেইটে শচীনের নাম উন্মোচন করা হয়। ওইদিন রাতে দুনিয়ার আরেক প্রান্ত শারজাতেও ঠাঁই পেলেন শচীন। শারজাহর পশ্চিম পাশের গ্যালারিটি এখন থেকে নাম হবে ‘শচীন টেন্ডুলকার স্ট্যান্ড।’

শারজাহর মাঠে অনেক স্মরণীয় স্মৃতি আছে শচীনের। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৩ রানের এক ইনিংস খেলেছিলেন মাস্টার ব্যাটার। ওই ইনিংসে চড়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে ভারত। পরে ফাইনালেও দলের ৬ উইকেটে জয়ে ১৩৪ রান করেন শচীন। ওই সেঞ্চুরি ছিল তার ২৫তম জন্মদিনে। অর্থাৎ ঠিক ২৫ বছর আগে।

শারজাহ ক্রিকেটের প্রধান নির্বাহী খালাফ বুখাতির এই স্ট্যান্ডের উদ্বোধন করে জানান এখনো তার কাছে শচীনের সেই ইনিংস তরতাজা, ‘আমি তার জন্মদিন উদযাপন ভুলিনি। পুরো দর্শক বিমোহিত ছিল। আমি ভাগ্যবান যে আমি সেখানে ছিলাম।’

এমন সম্মান পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন শচীনও, ‘সেখানে থাকতে পারলে ভালো হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্য ব্যস্ততায় থাকতে পারিনি। শারজাহতে খেলা সব সময়ই স্মরণীয় অভিজ্ঞতা। এই মাঠে সব সময় উন্মাদনা উপভোগ করেছি। অনেক সমর্থন পেয়েছি। অনেক সুখস্মৃতি আছে।’

‘আমি খালাফ বুখাতিরকে ধন্যবাদ জানাই এই ম্যাচের ২৫তম বার্ষিকী পালন করার জন্য।’

Please Share This Post in Your Social Media

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামেও শচীনের নামে স্ট্যান্ড

Reporter Name
Update Time : ০৪:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

নিজের ৫০তম জন্মবার্ষিকীতে আরও একটি সম্মান ও ভালোবাসা উপহার পেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত ক্রিকেট ভেন্যু শারজাতে শচীনের নামে একটি স্ট্যান্ড উন্মোচন করা হয়েছে।

সোমবার ছিল শচীনের ৫০তম জন্মদিন। সেদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ব্রায়ান লারার সঙ্গে একটি গেইটে শচীনের নাম উন্মোচন করা হয়। ওইদিন রাতে দুনিয়ার আরেক প্রান্ত শারজাতেও ঠাঁই পেলেন শচীন। শারজাহর পশ্চিম পাশের গ্যালারিটি এখন থেকে নাম হবে ‘শচীন টেন্ডুলকার স্ট্যান্ড।’

শারজাহর মাঠে অনেক স্মরণীয় স্মৃতি আছে শচীনের। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৩ রানের এক ইনিংস খেলেছিলেন মাস্টার ব্যাটার। ওই ইনিংসে চড়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে ভারত। পরে ফাইনালেও দলের ৬ উইকেটে জয়ে ১৩৪ রান করেন শচীন। ওই সেঞ্চুরি ছিল তার ২৫তম জন্মদিনে। অর্থাৎ ঠিক ২৫ বছর আগে।

শারজাহ ক্রিকেটের প্রধান নির্বাহী খালাফ বুখাতির এই স্ট্যান্ডের উদ্বোধন করে জানান এখনো তার কাছে শচীনের সেই ইনিংস তরতাজা, ‘আমি তার জন্মদিন উদযাপন ভুলিনি। পুরো দর্শক বিমোহিত ছিল। আমি ভাগ্যবান যে আমি সেখানে ছিলাম।’

এমন সম্মান পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন শচীনও, ‘সেখানে থাকতে পারলে ভালো হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্য ব্যস্ততায় থাকতে পারিনি। শারজাহতে খেলা সব সময়ই স্মরণীয় অভিজ্ঞতা। এই মাঠে সব সময় উন্মাদনা উপভোগ করেছি। অনেক সমর্থন পেয়েছি। অনেক সুখস্মৃতি আছে।’

‘আমি খালাফ বুখাতিরকে ধন্যবাদ জানাই এই ম্যাচের ২৫তম বার্ষিকী পালন করার জন্য।’