শাকিবকে নিয়ে কাজ করতে চান চয়নিকা

- Update Time : ০১:০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ১৩২ Time View
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় সুমন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। আর ইতি চরিত্রে দেখা গেছে ইধিকা পালকে।
সিনেমাটি প্রসঙ্গে চয়নিকার ভাষ্য: ‘আমি তো রোমান্টিক গল্পের নির্মাতা। তাই, সুমন ও ইতির ভালোবাসার গল্পটা আমাকে টেনেছে।’
শাকিব খান প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘তিনি হলেন সুপারস্টার। তাকে নিয়ে কাজ করতে চাই, তিনি চাইলেই হবে। এর মধ্যে আমরা গল্প নিয়েও আলাপ করেছি।’ ‘প্রিয়তমা’ সিনেমাটিও দেখেছেন চয়নিকা।
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চয়নিকা নির্মিত সিনেমা ‘প্রহেলিকা’। এ সিনেমার মাধ্যমে আট বছর পর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ। তার বিপরীতে হালের ক্রেজ শবনম বুবলী।
সিনেমাটি মুক্তির পর মাহফুজ-বুবলী জুটির প্রশংসা করেছেন অনেকে। নব্বই দশকের গল্পে নির্মিত হয়েছে ‘প্রহেলিকা’।
দর্শক সাড়ায় মাহফুজ-বুবলী জুটি নিয়ে নতুন করে ভাবছেন চয়নিকা নিজেই। জানালেন, বিশ দশকের গল্প নিয়ে মাহফুজ ও বুবলীকে জুটি করে আরও একটি সিনেমা নির্মাণ করতে চান তিনি।
ঈদে মুক্তি পাওয়া চয়নিকার ‘প্রহেলিকা’ ও হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমা দুটি বেশ ভালো যাচ্ছে। সিনেপ্লেক্সে ‘প্রহেলিকা’র দর্শক বাড়ছে।
অন্যদিকে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স-সমান তালে দর্শক টানছে ‘প্রিয়তমা’।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়