ব্রেকিং নিউজঃ
শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য
নওরোজ ডেস্ক
- Update Time : ০৪:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৪৩ Time View
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চার সদস্য শপথ নিয়েছেন। বুধবার (৬ নভেম্বর) দুপুর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সদস্যরা হলেন মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান ও ড. চৌধুরী সায়মা ফেরদৌস। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।
এর আগে গত ৮ অক্টোবর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব দেয় অন্তবর্তীকালীন সরকার। একইদিন সংস্থাটিতে চার সদস্য নিয়োগ দেওয়া হয়। তাদেরকে ১৫ অক্টোবর শপথ পড়ানো হয়েছিলো।
নওরোজ/এসএইচ