লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৮ হাজার টাকা অর্থদণ্ড
- Update Time : ১১:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ১৪৬ Time View
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ঠাকুরদীঘি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৬ই মার্চ বৃহস্পতিবার পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের ধারাবাহিক বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী মেজিস্ট্র্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইনামুল হাসান।
এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় ৫ জনকে যথাক্রমে মোহাম্মদ মিয়া স্টোরকে ২ হাজার, মাস্টার স্টোরকে ১০ হাজার, হোসেন স্টোরকে ২ হাজার, মাওলানা স্টোরকে ৩ হাজার, এবং সরওয়ার স্টোরকে ১ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।







































































































































































































