ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ ডাকাত দম্পতি আটক

লোহাগাড়া প্রতিনিধি
  • Update Time : ০৯:১২:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / ৩২৯ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও লুন্ঠিত স্বর্ণালংকারসহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

আটককৃতরা স্বামী-স্ত্রী, চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা এবং বর্তমানে বান্দরবানের আজিজনগর এলাকায় বসবাসরত মো. মনজুর আলম (৫২) ও হাছিনা বেগম (৪০)।

 

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় আধুনগর খাসমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

লোহাগাড়া থানার এসআই (নি.) মো. শরিফুল ইসলাম পিপিএম (বার)-এর নেতৃত্বে অভিযানকালে, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—

– ২টি দেশীয় তৈরি এলজি

– ৫ রাউন্ড চায়না গুলি

– প্রায় ২ ভরি স্বর্ণালংকার (দুল, আংটি, রিং, লকেটযুক্ত চেইন)

– নগদ ৪৮,৫০০ টাকা

– ২টি মোবাইল ফোন

 

জিজ্ঞাসাবাদে মনজুর আলম স্বীকার করেন, তিনি তার সহযোগীদের নিয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকেন। গত ১৯ জুন পটিয়ায় একটি বাড়িতে ডাকাতি শেষে, লুট করা মালামাল আধুনগরের ঝোপে লুকিয়ে রাখেন। সেগুলো নিয়ে ফেরার সময় পুলিশের তৎপরতায় ধরা পড়েন।

 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, “উদ্ধার হওয়া অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। মনজুরের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

লোহাগাড়ায় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ ডাকাত দম্পতি আটক

লোহাগাড়া প্রতিনিধি
Update Time : ০৯:১২:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও লুন্ঠিত স্বর্ণালংকারসহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

আটককৃতরা স্বামী-স্ত্রী, চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা এবং বর্তমানে বান্দরবানের আজিজনগর এলাকায় বসবাসরত মো. মনজুর আলম (৫২) ও হাছিনা বেগম (৪০)।

 

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় আধুনগর খাসমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

লোহাগাড়া থানার এসআই (নি.) মো. শরিফুল ইসলাম পিপিএম (বার)-এর নেতৃত্বে অভিযানকালে, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—

– ২টি দেশীয় তৈরি এলজি

– ৫ রাউন্ড চায়না গুলি

– প্রায় ২ ভরি স্বর্ণালংকার (দুল, আংটি, রিং, লকেটযুক্ত চেইন)

– নগদ ৪৮,৫০০ টাকা

– ২টি মোবাইল ফোন

 

জিজ্ঞাসাবাদে মনজুর আলম স্বীকার করেন, তিনি তার সহযোগীদের নিয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকেন। গত ১৯ জুন পটিয়ায় একটি বাড়িতে ডাকাতি শেষে, লুট করা মালামাল আধুনগরের ঝোপে লুকিয়ে রাখেন। সেগুলো নিয়ে ফেরার সময় পুলিশের তৎপরতায় ধরা পড়েন।

 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, “উদ্ধার হওয়া অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। মনজুরের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।