লিরিক্সে ‘শহীদ জিয়া’ থাকায় গান গাইতে বাধা, যা বলল ব্যান্ড নগরবাউল

- Update Time : ১০:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ১৫৫ Time View
নিজের মতো থাকতে ভালোবাসেন দেশের ব্যান্ড সংগীত ইতিহাসের অন্যতম জনপ্রিয় তারকা জেমস। তবে এবার শিক্ষার্থীদের আন্দোলনে নীরবতা ভেঙেছিলেন তিনি।
লিরিক্সে ‘শহীদ জিয়া’ থাকায় শেষ ৮ বছরে জেমসকে তার ‘বাংলাদেশ’ গানটি দেশের অনেক কনসার্টে গাইতে দেওয়া হয়নি; গেল কয়েকদিনে এমন পোস্ট ঘুরতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বলা হচ্ছে, ‘শহীদ জিয়া’ শব্দ দুটির কারণে গানটি গাইতে নিষেধ করা হয়েছিল জেমসকে। বিষয়টি কতটা সত্য, জানতে চাওয়া হয় জেমসের ব্যান্ড নগরবাউলের কাছে।
জেমসের পক্ষে তার ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, ‘এমন বাঁধার কথা আমরা কখনও শুনিনি। এগুলো আমরা জানিও না। যারা লিখেছেন, তাদের জিজ্ঞেস করা উচিত। আমরা যদি বলতাম, তাহলে সেটা এলিগেশন হতো। আমরা তো কখনও বলিনি।’
রবিন আরও বলেন, ‘দেশ এখন ক্রান্তিলগ্নে আছে। ছোট-খাটো বিষয়গুলো বড় করে না দেখাই ভালো। দেশকে নিয়ে আমাদের ভাবতে হবে।’
গানটির গীতিকার ও সুরকার কিংবদন্তি সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ। তুমুল জনপ্রিয় এই গানটিতে পুরো বাংলাদেশ যেমন উঠে এসেছে তেমনি আছে কীর্তিমানদের নামও।