লিভারপুল কিনতে চান ইলন মাস্ক
- Update Time : ০৮:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ২৭ Time View
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনতে আগ্রহী।
যুক্তরাষ্ট্রের খেলাধুলাভিত্তিক বহুমুখী প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ ২০১০ সালে লিভারপুল কিনে নেয়। অতীতে এ প্রতিষ্ঠান লিভারপুলের জন্য বাইরের বিনিয়োগ খুঁজলেও কখনো ক্লাবকে পুরোপুরি বিক্রি করে দেওয়ার কথা ভাবেনি। তবু ইলন মাস্কের বাবা এরল মাস্কের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর ছেলে অ্যানফিল্ডের ক্লাবটি কিনতে আগ্রহী কি না।
টাইমস রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এরল মাস্ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বহুমুখী অটোমোটিভ ও ক্লিন এনার্জি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও তাঁর ছেলে ইলন ছয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের কিনতে চান, ‘এটা নিয়ে আমি মন্তব্য করতে পারি না। তাহলে ওরা (ফেনওয়ে) দাম বাড়াবে।’
এরপর জানতে চাওয়া হয়েছিল, তাঁর ছেলে সত্যি লিভারপুল কিনতে চায় কি না? এরলের উত্তর, ‘হ্যাঁ, অবশ্যই। তবে তার মানে এই নয় যে সে এটা কিনছে। হ্যাঁ, সে চায়, অবশ্যই। কে না তা চাইবে, আমিও চাই।’