লিটনকে খেলাতে আইনি জটিলতায় বিসিবি!

- Update Time : ০৪:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ২৫৬ Time View
সোমবার রাতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বেন লিটন দাস। অর্থাৎ আগামীকালের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে সুপার ফোরে তার খেলা নিয়ে শঙ্কা আছে। কারণ বাংলাদেশের ১৭ সদস্যের স্কোয়াডে নেই এই ওপেনার।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর পর নির্দিষ্ট কোনো কারণ ছাড়া স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে না কোনো দল। তবে চোট কিংবা নির্দিষ্ট কোনো কারনে স্কোয়াডের কোনো সদস্য ছিটকে গেলে তার পরিবর্তে অন্য একজনে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে দল। যে সুবিধা নিয়ে লিটনের পরিবর্তে এনামুল হক বিজয়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তাই লিটনকে এখন স্কোয়াডে নিতে হলে অন্য কোনো ক্রিকেটারকে বাদ দিতে হবে। কিন্তু কোনো কারণ ছাড়া কাউকে স্কোয়াড থেকে বাদ দিতে পারবে না। বাংলাদেশের ১৭ সদস্যের স্কোয়াডে যেহেতু কোনো চোট নেই, তাই লিটনের অন্তর্ভুক্তি নিয়ে শঙ্কা থাকছেই।
এ ধরণের আইনি জটিলতার কারণেই গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পরও লোকেশ রাহুলের পরিবর্তে কাউকে স্কোয়াডে নেয়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। একই কারণে কুশল পেরেরা বিকল্প নেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এর আগে জ্বরের কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারেননি লিটন। এরপর দিন দুয়েক তার জন্য অপেক্ষা করে বিসিবি। কিন্তু তারপরও লিটনের আশানুরূপ উন্নতি না হওয়ায় তার বদলি হিসেবে বিজয়কে উড়িয়ে নিয়ে যাওয়া হয় লঙ্কাতে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়