ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রথমবারের আন্তর্জাতিক মিডিয়ায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দায় নেবেন ড. ইউনূস: ফখরুল ওসমানী বিমানবন্দরে ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা শাহবাগ-আগারগাঁও মেট্রোরেল চলাচল বন্ধ শরিয়তপুরের জেলা জজের বক্তব্য ঠিক নয় : রেজিস্ট্রার জেনারেল বাকৃবিতে নারী হয়ে নিজের সহপাঠীর অপ্রীতিকর ছবি সিনিয়র ভাইকে পাঠানোর অভিযোগ ‘লগি-বৈঠার তাণ্ডবের বিচার বাংলার মাটিতেই হবে’ তিন বিচারপতিকে শোকজের তথ্য সত্য নয়: সুপ্রিম কোর্ট ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন গণপূর্তে একটি অনিয়ম ঢাকতে আরেকটি অনিয়ম

লস অ্যাঞ্জেলেসের দাবানলে বিপর্যস্ত হলিউড

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৪:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ৪০২ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঞ্চলে চলমান দাবানলে সাধারণ মানুষের পাশাপাশি হলিউডের অনেক ক্ষতি বয়ে এনেছে। বিনোদনজগতের রাজধানী হিসেবে পরিচিত রাজ্যটির প্যাসিফিক প্যালিসেডস এলাকাটি তারকাদের প্রিয় একটি জায়গা। সুন্দর এই পাহাড়ি এলাকায় লাখ লাখ ডলার মূল্যের বাড়ি নির্মাণ করেছেন তারকারা। এ এলাকার বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়েছে। যার ফলে আতঙ্কে ঘর বাড়ি ছেড়েছেন ম্যান্ডি মুর, জেমস উডসসহ অনেক তারকা।

সেইসঙ্গে দাবানলের কারণে হলিউডসহ বিনোদনজগতের অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩১তম বার্ষিক স্ক্রীন অ্যাকটর্স গিল্ড অ্যাওয়ার্ডস মনোনয়ন ঘোষণার অনুষ্ঠানও অন্তর্ভুক্ত।

৭ জানুয়ারি এই অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এটি লস এঞ্জেলেসের শ্রীন অ্যাকটোরিয়াম এবং এক্সপো হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ভয়াবহ দাবানল অনেকগুলো প্রিমিয়ারকেও প্রভাবিত করেছে। ইউনিভার্সাল এবং অ্যামাজন এমজি এম স্টুডিওগুলো ৭ জানুয়ারি ‘উলফ ম্যান’ এবং ‘অ্যানস্টপেবল’ ছবির প্রিমিয়ার বাতিল করেছে। একইভাবে প্যারামাউন্ট ‘বেটার ম্যান’ এবং ‘দ্য পিট’ ছবির প্রিমিয়ার বন্ধ করে দিয়েছে। দাবানলের কারণে পামেলা অ্যান্ডারসনের ‘দ্য লাস্ট শোগার্ল’-এর প্রিমিয়ারও বাতিল করা হয়েছে।

গোল্ডেন গ্লোব পুরস্কারজয়ী ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্র নিয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলন বাতিল করেছে নেটফ্লিক্স।

চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে হলিউডের মানুষেরা সবাইকে নিরাপদ থাকার জন্য আবেদন করছেন।

Please Share This Post in Your Social Media

লস অ্যাঞ্জেলেসের দাবানলে বিপর্যস্ত হলিউড

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৪:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঞ্চলে চলমান দাবানলে সাধারণ মানুষের পাশাপাশি হলিউডের অনেক ক্ষতি বয়ে এনেছে। বিনোদনজগতের রাজধানী হিসেবে পরিচিত রাজ্যটির প্যাসিফিক প্যালিসেডস এলাকাটি তারকাদের প্রিয় একটি জায়গা। সুন্দর এই পাহাড়ি এলাকায় লাখ লাখ ডলার মূল্যের বাড়ি নির্মাণ করেছেন তারকারা। এ এলাকার বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়েছে। যার ফলে আতঙ্কে ঘর বাড়ি ছেড়েছেন ম্যান্ডি মুর, জেমস উডসসহ অনেক তারকা।

সেইসঙ্গে দাবানলের কারণে হলিউডসহ বিনোদনজগতের অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩১তম বার্ষিক স্ক্রীন অ্যাকটর্স গিল্ড অ্যাওয়ার্ডস মনোনয়ন ঘোষণার অনুষ্ঠানও অন্তর্ভুক্ত।

৭ জানুয়ারি এই অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এটি লস এঞ্জেলেসের শ্রীন অ্যাকটোরিয়াম এবং এক্সপো হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ভয়াবহ দাবানল অনেকগুলো প্রিমিয়ারকেও প্রভাবিত করেছে। ইউনিভার্সাল এবং অ্যামাজন এমজি এম স্টুডিওগুলো ৭ জানুয়ারি ‘উলফ ম্যান’ এবং ‘অ্যানস্টপেবল’ ছবির প্রিমিয়ার বাতিল করেছে। একইভাবে প্যারামাউন্ট ‘বেটার ম্যান’ এবং ‘দ্য পিট’ ছবির প্রিমিয়ার বন্ধ করে দিয়েছে। দাবানলের কারণে পামেলা অ্যান্ডারসনের ‘দ্য লাস্ট শোগার্ল’-এর প্রিমিয়ারও বাতিল করা হয়েছে।

গোল্ডেন গ্লোব পুরস্কারজয়ী ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্র নিয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলন বাতিল করেছে নেটফ্লিক্স।

চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে হলিউডের মানুষেরা সবাইকে নিরাপদ থাকার জন্য আবেদন করছেন।