লস অ্যাঞ্জেলেসের দাবানলে বিপর্যস্ত হলিউড

- Update Time : ০৪:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ১৪৪ Time View
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঞ্চলে চলমান দাবানলে সাধারণ মানুষের পাশাপাশি হলিউডের অনেক ক্ষতি বয়ে এনেছে। বিনোদনজগতের রাজধানী হিসেবে পরিচিত রাজ্যটির প্যাসিফিক প্যালিসেডস এলাকাটি তারকাদের প্রিয় একটি জায়গা। সুন্দর এই পাহাড়ি এলাকায় লাখ লাখ ডলার মূল্যের বাড়ি নির্মাণ করেছেন তারকারা। এ এলাকার বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়েছে। যার ফলে আতঙ্কে ঘর বাড়ি ছেড়েছেন ম্যান্ডি মুর, জেমস উডসসহ অনেক তারকা।
সেইসঙ্গে দাবানলের কারণে হলিউডসহ বিনোদনজগতের অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩১তম বার্ষিক স্ক্রীন অ্যাকটর্স গিল্ড অ্যাওয়ার্ডস মনোনয়ন ঘোষণার অনুষ্ঠানও অন্তর্ভুক্ত।
৭ জানুয়ারি এই অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এটি লস এঞ্জেলেসের শ্রীন অ্যাকটোরিয়াম এবং এক্সপো হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ভয়াবহ দাবানল অনেকগুলো প্রিমিয়ারকেও প্রভাবিত করেছে। ইউনিভার্সাল এবং অ্যামাজন এমজি এম স্টুডিওগুলো ৭ জানুয়ারি ‘উলফ ম্যান’ এবং ‘অ্যানস্টপেবল’ ছবির প্রিমিয়ার বাতিল করেছে। একইভাবে প্যারামাউন্ট ‘বেটার ম্যান’ এবং ‘দ্য পিট’ ছবির প্রিমিয়ার বন্ধ করে দিয়েছে। দাবানলের কারণে পামেলা অ্যান্ডারসনের ‘দ্য লাস্ট শোগার্ল’-এর প্রিমিয়ারও বাতিল করা হয়েছে।
গোল্ডেন গ্লোব পুরস্কারজয়ী ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্র নিয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলন বাতিল করেছে নেটফ্লিক্স।
চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে হলিউডের মানুষেরা সবাইকে নিরাপদ থাকার জন্য আবেদন করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়