রাসায়নিকের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে আরও: ফায়ার সার্ভিস
- Update Time : ০৩:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৫৪৯৯ Time View
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান বলেছেন, সকালে আমরা কেমিকেল স্যুট পরে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাসায়নিক গুদামের দরজা খুলেছি। ভেতরের অবস্থা দেখেছি, এখনও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। আমাদের কার্যক্রম চলমান রয়েছে। তবে ধোঁয়ার কারণে এখন আমাদের অভিযান চালানো নিরাপদ নয়। অভিযান শেষ করতে দীর্ঘ সময় লাগবে। বিকেলে আমাদের উচ্চ পর্যায়ের টিম এসে দেখবেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, কী করা যায়।
আজ বুধবার দুপুরে রাজধানীর রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
এখনও কতজন নিখোঁজ রয়েছেন বা নিখোঁজের তালিকা করেছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনও অভিযান চালাচ্ছি, বাকি বিষয়গুলো প্রশাসন এবং অন্য দপ্তরগুলো দেখছে।
তিনি বলেন, বিভিন্ন কেমিকেল থেকে টক্সিক গ্যাস তৈরি হয়েছে। এই গ্যাস নিঃশ্বাসের সঙ্গে গেলে মানুষের ত্বক, ফুসফুস, হার্টের সমস্যা হতে পারে। আমরা মাইকিং করে স্থানীয়দের বলছি- সবাই দূরে থাকুন, নিজেদের নিরাপদে রাখুন। আমরা ঘটনাস্থলে কাজ করছি, যখন নিরাপদ হবে তখন এটি খুলে দেওয়া হবে।
তিনি বলেন, রাসায়নিকের বিষয়টি খুবই বিপদজনক। রাসায়নিক সামগ্রী গুদামজাত করার যে নীতিমালা রয়েছে, সেটি না মানা হলে বিভিন্ন ধরনের রাসায়নিকের মিশ্রণে বড় ধরনের বিক্রিয়া হতে পারে। এই কারণে একটু বেশি সময় লাগবেই।
যেহেতু কেমিকেল গুদাম তালাবদ্ধ ছিল তাই আমাদের ধারণা ভেতরে কেউ নেই। তবে অভিযান শেষ হলে বিস্তারিত জানা যাবে। পাশাপাশি অবৈধ রাসায়নিক গুদামজাতের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।
এদিকে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ব্যবসায়ীরা নিয়ম-নীতি মানছেন না, অবৈধভাবে রাসায়নিক গুদাম তৈরি করেছেন। তাদের বিষয়ে সরকারের অবস্থান কঠোর, অবৈধ কেমিকেল গুদাম মালিকদের আইনের আওতায় আনা হবে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়








































































































































































































