ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ স্ত্রীর সাথে অভিমান: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: গণ অধিকার পরিষদ কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করা হবে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে : বিডা চেয়ারম্যান আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে আনা হয়েছে: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯০ Time View

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

বৃহস্পতিবার সন্ধায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘মূলত শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে। তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে। এ বিষয়ে তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে হবে।’

শাওনের বিরুদ্ধে মামলা বা কোনো অভিযোগ আছে কি-না জানতে চাইলে রেজাউল করিম মল্লিক বলেন, ‘এখনো সুর্নিদিষ্ট কোনো অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়নি। তবে পরে বলা যাবে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ ঘনিষ্ঠ অভিনেত্রী শাওনকে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করে ডিবি পুলিশের একটি দল।

এদিকে, সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় ছাত্র-জনতা। শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে আনা হয়েছে: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৯:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

বৃহস্পতিবার সন্ধায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘মূলত শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে। তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে। এ বিষয়ে তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে হবে।’

শাওনের বিরুদ্ধে মামলা বা কোনো অভিযোগ আছে কি-না জানতে চাইলে রেজাউল করিম মল্লিক বলেন, ‘এখনো সুর্নিদিষ্ট কোনো অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়নি। তবে পরে বলা যাবে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ ঘনিষ্ঠ অভিনেত্রী শাওনকে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করে ডিবি পুলিশের একটি দল।

এদিকে, সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় ছাত্র-জনতা। শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।