ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১২:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২০ Time View

রাশিয়ার এএন- ২২ মডেলের একটি পরিবহন বিমান

রাশিয়ার মস্কোর পূর্ব দিকে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কেউ বেঁচে নেই। উড়োজাহাজে কতজন ছিল, তার সঠিক তথ্য জানা যায়নি। তবে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিমানে সাতজন ক্রু ছিলেন। খবর-এএফপি

রুশ কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার একটি পরীক্ষামূলক ফ্লাইট চলার সময় আইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে একটি এএন-২২ উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে। উড়োজাহাজটির সব ক্রু নিহত হয়েছেন। আইভানোভো অঞ্চল মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পূর্বে অবস্থিত। দুর্ঘটনাটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কিনা তা জানা যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাইটটি মেরামতের কাজ শেষ হওয়ার পর উড্ডয়ন করেছিল। ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তথ্যসূত্র উল্লেখ না করে রাশিয়ার দৈনিক পত্রিকা কোমারসান্ত জানিয়েছে, উড়োজাহাজের প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। এটি ৫০ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছিল।

Please Share This Post in Your Social Media

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১২:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

রাশিয়ার মস্কোর পূর্ব দিকে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কেউ বেঁচে নেই। উড়োজাহাজে কতজন ছিল, তার সঠিক তথ্য জানা যায়নি। তবে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিমানে সাতজন ক্রু ছিলেন। খবর-এএফপি

রুশ কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার একটি পরীক্ষামূলক ফ্লাইট চলার সময় আইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে একটি এএন-২২ উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে। উড়োজাহাজটির সব ক্রু নিহত হয়েছেন। আইভানোভো অঞ্চল মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পূর্বে অবস্থিত। দুর্ঘটনাটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কিনা তা জানা যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাইটটি মেরামতের কাজ শেষ হওয়ার পর উড্ডয়ন করেছিল। ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তথ্যসূত্র উল্লেখ না করে রাশিয়ার দৈনিক পত্রিকা কোমারসান্ত জানিয়েছে, উড়োজাহাজের প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। এটি ৫০ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছিল।