রামপুরায় মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা গ্রেফতার

- Update Time : ০৭:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ৫১ Time View
রাজধানীর রামপুরা এলাকায় আলোচিত অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা মোঃ শামীম হোসেন নাঈম (২১) তার সহযোগী মোঃ শান্ত মিয়া (৩৫), মোঃ সাইদুল ইসলাম (১৮), মোঃ দুলাল হোসেন (৩৫), রাকিব ইসলাম (২৩), সুমন সরকার (২৭), মিঠুন মিয়া (২৩), মোঃ সাইফুল ইসলাম মুন্না (২৬), মোঃ লিটন মিয়া ,আকাশ (৩৬), উত্তর নকলা, থানা-নকলা, জেলা-শেরপুর থেকে গভীর রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে প্রলুব্ধ করে কৌশল অবলম্বন করে মোবাইলে ফোন দিয়ে নারীদের সাথে যৌন কাজে লিপ্ত করার কথা বলে।
ধৃত আসামিরা পূর্ব-পরিকল্পিত স্থানে বা ভবনে ভিকটিমদের নিয়ে আসে। পরবর্তীতে ভিকটিমদের একটি কক্ষে নিয়ে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে জোরপূর্বক আটক রাখে। নির্যাতনের এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবার থেকে মুক্তিপণ আদায় করে আসছিলো।
ধৃত আসামিদের কর্মকান্ড র্যাব-৩ এর গোয়েন্দা সদস্যদের অনেক আগে থেকেই নজরদারীতে ছিলো বলেই তাদেরকে আটক করতে সক্ষম হয়।